ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

কাশ্মীর ইস্যুতে বিবিসির প্রতিবেদন ঘিরে ভারতের সতর্কবার্তা

২০২৫ এপ্রিল ২৮ ১৪:১৪:৩৯
কাশ্মীর ইস্যুতে বিবিসির প্রতিবেদন ঘিরে ভারতের সতর্কবার্তা

ডুয়া ডেস্ক: জম্মু-কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক হামলা নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে সতর্ক করেছে ভারত সরকার। আজ সোমবার (২৮ এপ্রিল) ইন্ডিয়া টুডের বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বিবিসির একটি নিউজ রিপোর্টে পহেলগামের হামলাকে "জঙ্গি হামলা" বলে উল্লেখ করা হয়েছে কিন্তু “সন্ত্রাসবাদী” শব্দটি এড়িয়ে যাওয়া হয়। এ বিষয়টি ভারতের ক্ষমতাসীন মোদী সরকারের অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। নয়াদিল্লি মনে করছে এ ধরনের শব্দচয়ন ভারতের নিরাপত্তা সংক্রান্ত অবস্থানকে দুর্বলভাবে উপস্থাপন করে।

এই প্রতিবেদনকে কেন্দ্র করে ভারতের পক্ষ থেকে বিবিসির ভারতীয় শাখার প্রধান জ্যাকি মার্টিনকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিবিসির কভারেজ পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, একই ইস্যুতে এর আগেও নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন নিয়ে সমালোচনার মুখে পড়েছিল মার্কিন সংবাদমাধ্যমটি।

এদিকে পহেলগামের ঘটনায় পাকিস্তানের প্রতিক্রিয়া হিসেবেও বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে ‘পাকিস্তান সাসপেন্ডস ভিসা’স ফর ইন্ডিয়ানস আফটার ডেডলি কাশ্মীর অ্যাটাক’ শিরোনামে একটি প্রতিবেদন। এতে উল্লেখ করা হয় হামলার পর পাকিস্তান ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সাময়িক স্থগিত করেছে।

অন্যদিকে হামলার পর উসকানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভারত ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এসব চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলোর মধ্যে পাকিস্তানের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম যেমন– দ্য ডন, জিও নিউজ, এআরওয়াই নিউজ, বোল নিউজ, এবং সামা টিভি অন্তর্ভুক্ত। এছাড়া প্রখ্যাত সাংবাদিক ইর্শাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা ও মুনিব ফারুকের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলগুলিও এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে।

তথ্য : ইন্ডিয়া টুডে, এনডিটিভি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে