ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বৃষ্টিতে ভিজলো রাজধানী, কমতে পারে গরম

২০২৫ এপ্রিল ২৮ ১৩:৫৮:৪৮
বৃষ্টিতে ভিজলো রাজধানী, কমতে পারে গরম

ডুয়া ডেস্ক: কয়েকদিন ধরে রাজধানীসহ সারা দেশে বিরাজ করছিল ভ্যাপসা গরম। বাড়ির বাইরে বের হলেই অস্বস্তি, গরমে ঘামতে ঘামতে পৌঁছানো ছিল অবধারিত। তবে আজ সোমবার সকাল থেকে কিছুটা পরিবর্তন দেখা গেছে। মেঘাচ্ছন্ন আকাশে আটকে গেছে রোদের তাপ আর সঙ্গী হয়েছে প্রশান্ত ঠান্ডা বাতাস। এর মধ্যেই দুপুর ১টার দিকে রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও বৃষ্টি ছিল ঝরঝরে আর এতে কিছুটা গরম কমেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ বৃষ্টির ফলে গরম আরও কমবে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া, বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, যশোর এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, যা দ্রুত প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও কিছুটা কমবে।

লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত উত্তরের দিকে বিস্তৃত রয়েছে। অধিদপ্তরের পরবর্তী পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২ মে পর্যন্ত অর্থাৎ শুক্রবার পর্যন্ত আবহাওয়া প্রায় একই থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, যার ফলে তাপমাত্রা আরও কমতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে