ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রস্তাবিত নৌবাহিনী মেডিক্যাল কলেজের নীতিগত অনুমোদন

২০২৪ ডিসেম্বর ২৫ ১৯:৪৮:৩৫
প্রস্তাবিত নৌবাহিনী মেডিক্যাল কলেজের নীতিগত অনুমোদন

ডুয়া ডেস্ক: চট্টগ্রামে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বেসরকারি নৌবাহিনী মেডিক্যাল কলেজের প্রাথমিক নীতিগত অনুমোদন দিয়েছে। সম্প্রতি (১৫ ডিসেম্বর) এ–সংক্রান্ত চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজ আইন-২০২২–এ উল্লিখিত শর্তসমূহ প্রতিপালনের শর্তে চট্টগ্রামের পতেঙ্গায় বানৌজা ঈসা খানে প্রস্তাবিত বেসরকারি নৌবাহিনী মেডিকেল কলেজ স্থাপনের প্রাথমিক নীতিগত অনুমোদন করা হলো।

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইনের শর্তগুলো হলো:

১. আইনের ৬(খ) উপধারা অনুসারে বেসরকারি মেডিক্যাল কলেজের নিজস্ব নামে প্রয়োজনীয় পরিমাণ জমি থাকতে হবে। জমিসংক্রান্ত শর্তাবলি যথাযথভাবে পূরণ করে জমির পরিমাণ, বিবরণ, আওতার সনদ (অনুমোদিত স্ক্যাচ ম্যাপসহ), জমির দলিল ও পর্চা, হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের কপি প্রেরণ করতে হবে।

২. আইনের ৬ (গ), (ঘ), (ঙ) ও (চ) উপধারা অনুসারে বেসরকারি মেডিক্যাল কলেজের নিজস্ব জমি নিরঙ্কুশ, নিষ্কণ্টক, অখণ্ড ও দায়মুক্ত থাকতে হবে। ইজারাকৃত বা ভাড়া জমিতে প্রতিষ্ঠান স্থাপন করা যাবে না। প্রতি ৫০ আসনের জন্য কলেজের সংরক্ষিত তহবিলে তিন কোটি টাকা থাকতে হবে। একাডেমিক কার্যক্রমের জন্য অন্যূন এক লাখ বর্গফুট ও হাসপাতালের জন্য এক লাখ বর্গফুট ফ্লোর স্পেস থাকতে হবে।

৩. বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজ আইন-২০২২ অনুযায়ী ২৫০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক জেনারেল হাসপাতাল চালু থাকতে হবে এবং কলেজ ও হাসপাতালের জন্য পৃথক ভবন থাকতে হবে।

৪. আইনের ৬(ঝ) ধারা অনুসারে পূর্ণকালীন শিক্ষক, শ্রেণিকক্ষ, গ্রন্থাগার, ল্যাবরেটরি, মিলনায়তন, সেমিনার কক্ষ, অফিসকক্ষ, শিক্ষার্থীদের পৃথক কমনরুম, ফ্লোর স্পেস, শিক্ষক, টেকনিক্যাল স্টাফ, শিক্ষা উপকরণ ও যন্ত্রপাতি, আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত পাঠাগার, ল্যাব, খেলাধুলা, বিনোদন ও শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা এবং প্রয়োজনীয় অন্যান্য কক্ষের জন্য পর্যাপ্ত স্থান ও অবকাঠামো থাকতে হবে।

৫. আইনানুযায়ী শিক্ষা কার্যক্রম চালু করার প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করে আগামী দুই বছরের মধ্যে আইনের ১০ ধারা অনুসারে একাডেমিক অনুমোদনের জন্য আবেদন করতে হবে। ইতিপূর্বে পরিদর্শনে ঘাটতিসমূহ পূরণপূর্বক অবহিত করা হলে পুনঃপরিদর্শন সাপেক্ষে একাডেমিক অনুমোদন প্রদান করা হবে। একাডেমিক অনুমোদন প্রাপ্তির পূর্বে ছাত্র–ছাত্রী ভর্তি করা যাবে না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে