ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

শুরু হচ্ছে হজ ফ্লাইট, প্রথম ফ্লাইট যখন

২০২৫ এপ্রিল ২৮ ১৩:১২:০২
শুরু হচ্ছে হজ ফ্লাইট, প্রথম ফ্লাইট যখন

ডুয়া ডেস্ক: আজ সোমবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। প্রথম ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে রাত ২টা ১৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেবে। ধর্ম মন্ত্রণালয় ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

ঢাকা থেকে আসা সকল হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন প্রক্রিয়া হবে শাহজালাল বিমানবন্দরে। বর্তমানে ৮৭ হাজার হজযাত্রীর মধ্যে ৭৯ শতাংশের ভিসা জারি হয়ে গেছে। হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত।

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা প্রতিবছর প্রায় ২৫ লাখ মুসলিম সৌদি আরবে গিয়ে পালন করেন। এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী যাবেন, যার মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন।

আজ সন্ধ্যায় হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং যাত্রীরা ইতোমধ্যে আশকোনা হজ ক্যাম্পে আসা শুরু করেছেন। বিমানবন্দরের এডিসি আরিফুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ অংশের ইমিগ্রেশন আশকোনা হজ ক্যাম্পে হবে আর সৌদি অংশের ইমিগ্রেশন হযরত শাহজালাল বিমানবন্দরে সম্পন্ন হবে। নিরাপত্তার জন্য দুই শতাধিক পুলিশ সদস্য এবং গোয়েন্দা নজরদারি থাকবে।

হজ এজেন্সি এসোসিয়েশন (হাব) এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানিয়েছেন, বিমান বাংলাদেশসহ তিনটি এয়ারলাইন্সের মাধ্যমে ২৩২টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হবে। বর্তমানে ৬০ হাজারের বেশি যাত্রীর ভিসা জারি হয়েছে, এবং এখনও পর্যন্ত কোনো বড় সমস্যা হয়নি।

চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ৪ বা ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: ফ্লাইট হজ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে