‘পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত’

ডুয়া ডেস্ক: জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নিতে পারে—এমন আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ উত্তেজনা নিরসনের এবং সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।
তবে ভারত সংঘাত এড়ানোর চেয়ে বরং পাকিস্তানে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে—এমনটাই জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
রোববার (২৭ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মিরে হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে বিশ্বের এক ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। পাশাপাশি দিল্লিতে অবস্থিত শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত আলোচনা চালাচ্ছে। তবে ভারতের এই প্রচেষ্টা মূলত আন্তর্জাতিক সহায়তা চাওয়ার উদ্দেশ্যে নয় বরং (পাকিস্তানে) সামরিক অভিযান চালানোর যৌক্তিকতা তুলে ধরার জন্য করা হচ্ছে, বলছেন চারজন কূটনৈতিক কর্মকর্তা। এর আগে গত বৃহস্পতিবার এক ভাষণে মোদি সরাসরি পাকিস্তানের নাম না নিলেও “সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস করার” এবং “কঠোর শাস্তি” দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এদিকে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় টানা কয়েক রাত ধরে ছোট অস্ত্র দিয়ে গোলাগুলি হয়েছে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন। কেউ বলেছেন— গত তিন রাত ধরেই গোলাগুলি হয়েছে, আবার কেউ বলেছেন— গত তিন রাতের মধ্যে দু’রাতে গোলাগুলি হয়েছে।
অন্যদিকে কাশ্মিরে নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় শুরু করেছে এবং সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের সন্ধানে অভিযান চালাচ্ছে। সেখানে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, পাকিস্তানের দিকে বয়ে যাওয়া নদীগুলোর পানিপ্রবাহ বন্ধ করার ঘোষণা দেয় ভারত। সেই সঙ্গে পাকিস্তানি দূতাবাসের কিছু কর্মী ও ভারতে সফররত পাকিস্তানি নাগরিকদের দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়।
পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভারতের সাথে দ্বিপক্ষীয় চুক্তিগুলো — বিশেষ করে কাশ্মির সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) যুদ্ধবিরতির চুক্তি — স্থগিতের ঘোষণা দিয়েছে।
এই প্রেক্ষাপটে ভারতে মুসলিম বিরোধী মনোভাবও বাড়ছে। কাশ্মিরের বাইরে অন্য শহরগুলোতে পড়াশোনা করা কাশ্মিরি শিক্ষার্থীরা ব্যাপক হয়রানির মুখে পড়ছেন এবং অনেকেই বাধ্য হয়ে বাড়ি ফিরে আসছেন।
এদিকে হামলার পাঁচ দিন পরও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনও সন্ত্রাসী গোষ্ঠীর নাম ঘোষণা করেনি এবং হামলার সাথে পাকিস্তানের জড়িত থাকার পক্ষে খুব কম প্রমাণ প্রকাশ করেছে। অন্যদিকে পাকিস্তান সরকার এই হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।
মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক ব্রিফিংয়ে ভারতীয় কর্মকর্তারা পাকিস্তানের অতীতের সন্ত্রাসবাদে সহায়তার ইতিহাস তুলে ধরেছেন। তারা জানান, সর্বশেষ এই হামলার ঘটনায় তদন্ত চলছে এবং হামলাকারীদের পাকিস্তানের সঙ্গে সংযোগ রয়েছে এমন কিছু প্রযুক্তিগত প্রমাণ পাওয়া গেছে।
বিশ্লেষক ও কূটনীতিকদের মতে, এখন পর্যন্ত শক্ত প্রমাণের অভাব দুটি সম্ভাবনার ইঙ্গিত দেয়: হয় ভারত আরও তথ্য সংগ্রহের জন্য সময় নিচ্ছে, নয়তো বর্তমান বিশ্ব পরিস্থিতিতে তারা মনে করছে— আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিস্তারিত ব্যাখ্যা না দিয়েই পদক্ষেপ নেওয়া যাবে।
ভারত ও পাকিস্তান— উভয়ই পরমাণু শক্তিধর দেশ হওয়ায় সামরিক সংঘাত দ্রুত বড় ধরনের বিপর্যয়ে রূপ নিতে পারে। তবে বর্তমানে ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক চাপের “তোয়াক্কা অনেক কম”।
ইরান ও সৌদি আরব দুই পক্ষের সাথে যোগাযোগ করেছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন উভয়েই সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রসহ বড় শক্তিগুলো এখন অন্যান্য সংকট নিয়ে ব্যস্ত, ফলে ভারত অনেক দেশ থেকে “সমর্থন” পাওয়াকে কার্যত তার ইচ্ছামতো ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে।
যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ের প্রতি সমর্থন জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ভারত ও পাকিস্তান উভয়ের বন্ধু হলেও দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
তবে যুক্তরাষ্ট্র বর্তমান পরিস্থিতিতে কতটা সক্রিয়ভাবে ভূমিকা রাখবে, তা স্পষ্ট নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাস পার হয়ে গেলেও এখনও ভারতে কোনও মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়নি। আর এটি দক্ষিণ এশিয়াকে ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারের তালিকায় নিচে থাকার ইঙ্গিত দেয়।
এমনকি যদি যুক্তরাষ্ট্র বা অন্যান্য শক্তিধর দেশ এই সংঘাতে নিজেদের ঢুকিয়ে দেওয়ারও চেষ্টা করে, তবুও তাদের প্রভাব সীমিত থাকতে পারে। কারণ ভারত ও পাকিস্তান ইতোমধ্যেই কাশ্মির নিয়ে বেশ কয়েকটি যুদ্ধ করেছে। উভয় দেশই কাশ্মিরের সম্পূর্ণ অংশ দাবি করলেও তারা কার্যত একটি অংশ শাসন করে এবং নয়াদিল্লি এই বিরোধটিকে কেবল পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সমস্যা হিসাবে দাবি করে থাকে।
২০১৯ সালে হওয়া কাশ্মিরের আগের বড় সংঘাতের সময়ের মতোই এবারের হামলা নিয়েও যুক্তরাষ্ট্রের প্রথমিক প্রতিক্রিয়া একই রকম। তখন অবশ্য জইশ-ই-মুহাম্মদ নামের পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠনের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট ছিল।
সে সময় ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে বিমান হামলা চালায় এবং পরে পাকিস্তান পাল্টা হামলা চালিয়ে একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। পরে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় ওই পাইলটকে আটক করে।
এবার ভারত “বড় ধরনের কিছু” করার পরিকল্পনা করছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে পাকিস্তানও পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়ে রেখেছে। পাকিস্তানও প্রতিশ্রুতি দিয়েছে, ভারতের যেকোনও আক্রমণের সাথে পাল্লা দিয়ে তার চেয়ে বড় আঘাত হানবে তারা।
বিশ্লেষক ড্যানিয়েল মার্কির মতে, উভয় পক্ষই নিজেদের সংকট সামলানোর সক্ষমতা অতিরঞ্জিত করে দেখছে, ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
এছাড়া, ২০১৯ সালের ঘটনার তুলনায় এবার হামলাকারী দলের পরিচয় ও সংখ্যা নিয়েও যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। “রেজিস্ট্যান্স ফ্রন্ট” নামে কার্যত এক অজ্ঞাত গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। তবে ভারতীয় কর্মকর্তাদের অনানুষ্ঠানিক দাবি, এটি আসলে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন।
ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন জানিয়েছেন, মোদি সরকারের জন্য পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনও বিকল্প নেই, কারণ ২০১৬ এবং ২০১৯ সালে কাশ্মিরে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে বিমান হামলা চালিয়েছিল ভারত। মোদি সরকার একণ চাপের মধ্যে রয়েছে, কারণ তারা কাশ্মিরকে সম্প্রতি আরও নিরাপদ এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি জায়গা হিসেবে উপস্থাপন করছিল, অথচ সেখানে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি দেখা দিয়েছে।
তবে মেনন বলেন, “আমি খুব একটা চিন্তিত নই কারণ, উভয় পক্ষই সংঘাতের একটি নিয়ন্ত্রিত অবস্থায় থাকতে পছন্দ করে।”
এখন পর্যন্ত পরিষ্কার প্রমাণ সামনে না এনেই ভারত পাকিস্তানের অতীতের “সন্ত্রাসবাদে জড়িত থাকার” ইতিহাস তুলে ধরে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। তবে অনেক কূটনীতিক একে ঝুঁকিপূর্ণ মনে করছেন।
একজন কূটনীতিক মন্তব্য করেছেন, “কেবল অতীতের রেকর্ডের ওপর নির্ভর করে কি আপনি পরমাণু অস্ত্রধারী প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ শুরু করবেন?”
পাঠকের মতামত:
- ‘পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত’
- যেদিন ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- শেখ হাসিনার বিচার মে মাসেই শুরু : প্রধান উপদেষ্টা
- এক কোটি ৬৩ লাখ টাকার শেয়ার কেনার ঘোষণা
- ডাকসুর গঠনতন্ত্রে বড় পরিবর্তন
- বন্ধ হচ্ছে ২ আন্তর্জাতিক রুট, হাজার কোটি টাকার রাজস্ব হারানোর শঙ্কা
- উত্তেজনার মধ্যেই চীন-পাকিস্তানের মধ্যে ফোনালাপ, যে কথা হলো
- ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি, চরম উত্তেজনা
- সিরিজ বাঁচানোর ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ, সাকিবের অভিষেক
- ইউআইইউ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়-বৃষ্টি, রয়েছে সতর্ক সংকেত
- দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
- পাঁচ ব্রোকার-মার্চেন্ট ব্যাংক পরিদর্শন করবে বিএসইসি
- শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না, ড. ইউনূসকে বলেন মোদি
- উত্তেজনার মধ্যে আরব সাগরে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মহড়া চালাল ভারত
- ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
- শেয়ারবাজারে গুজবের ছড়াছড়ি: বিনিয়োগকারীদের সচেতন থাকার আহ্বান
- ‘বোর্ড সভাপতি হিসেবে আমার কিছু ভুল হতে পারে’
- কুয়াকাটা হবে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র: এবিএম মোশাররফ
- পাক-আফগান সীমান্তে তুমুল গোলাগু’লি; নিহত ৫৪
- বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রাজনীতির বাইরে রাখতে চাই: ঢাবি উপাচার্য
- ইন্টারপোলের মাধ্যমে পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ
- মানবাধিকার সুরক্ষায় কাজ করবে ‘ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন’
- ঢাবি উপাচার্যের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- উত্থানের ঢেউয়েও ব্যতিক্রম ১১ খাতের শেয়ার
- উদ্দেশ্যমূলকভাবে তৈরি সংবাদ ও তথ্যে বাংলাদেশিদের শঙ্কা বিশ্বে সর্বোচ্চ: পিউ
- বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে ৯ খাতের শেয়ারে
- সরকারি ব্যয় সাশ্রয়ে একসঙ্গে দুই দিবস পালনের সিদ্ধান্ত
- পেহেলগামকাণ্ডের পর কাশ্মীরে ভারতীয় সেনাদের তাণ্ডব
- গুজরাটে হাজারের বেশি বাংলাদেশিকে গ্রেপ্তার; যা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা
- দর বৃদ্ধিতে দাপট দেখালো ঝুঁকিপূর্ণ ৮ কোম্পানি
- সরকার দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে: উপদেষ্টা আসিফ
- মার্জিন রুলস নিয়ে চূড়ান্ত সুপারিশ জমা দিল শেয়ারবাজার টাস্কফোর্স
- উত্তেজনার মধ্যে ইরানের প্রেসিডেন্টকে শাহবাজের ফোন; যে কথা হলো
- ‘ভারত-পাকিস্তান চাইলে মধ্যস্থতার ভূমিকা পালন করবে বাংলাদেশ’
- ডিভিডেন্ড ঘোষণা করবে যে কোম্পানি
- বিএনপি কর্মী হ-ত্যা মামলায় হাসিনার সঙ্গে আসামি ইরেশ যাকের
- ইপিএস প্রকাশ করবে ২৬ প্রতিষ্ঠান
- ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগু’লি
- বাংলাদেশকে ‘চূর্ণবিচূর্ণ’ করার সময় এসেছে: বিজেপি নেতা
- কানাডায় উৎসবরত জনতার ওপর উঠে গেল গাড়ি; রাস্তায় অচেতন পড়ে বহু মানুষ
- ২৭ এপ্রিল ব্লক মার্কেটে লেনদেনের নেতৃত্বে লাভেলো আইসক্রিম
- দীর্ঘ মন্দার পরে প্রাণ ফিরল শেয়ারবাজারে
- ২৭ এপ্রিল দর বৃদ্ধির নেতৃত্বে বসুন্ধরা পেপার
- ২৭ এপ্রিল দর পতনের নেতৃত্বে স্ট্যান্ডার্ড সিরামিক
- ২৭ এপ্রিল লেনদেনের নেতৃত্বে বিচ হ্যাচারি
- দেশের পথে প্রধান উপদেষ্টা
- আ.লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাস্কর্য ভাঙলেন চেয়ারম্যান
- তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবিরকে পাঠানো নোটিশ প্রত্যাহার
- বিদেশে কনস্যুলার সেবায় নতুন ফি কাঠামো নির্ধারণ করল সরকার
- পুনরায় হবে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা
- ৮ এপ্রিলের মধ্যে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ ঢাবির
- বৃত্তির জন্য আবেদন আহ্বান করলো ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, শেষ সময় ২৫ ফেব্রুয়ারি
- ভিসা ছাড়াই ৩৯ দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা
- তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সুখবর দিলেন উপদেষ্টা নাহিদ
- বিশ্ব র্যাঙ্কিং-এ প্রথমবারের মতো স্থান পেলো ঢাবির ৯ বিভাগ
- ঢাবি রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
- ১৭২ কোটি টাকার শেয়ার কিনেছেন তিন কোম্পানির উদ্যোক্তারা
- প্রথম বর্ষের সকল শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়
- শেয়ারবাজারের ৮ কোম্পানিতে বিদেশিদের সর্বোচ্চ বিনিয়োগ
- ‘জেড’ ক্যাটাগরি থেকে মুক্তি পেল ৯ কোম্পানির শেয়ার
- ঢাবির গ্রাফিক্স ডিজাইন বিভাগের ‘গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং’ কোর্সের রেজি. শুরু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ শিক্ষার্থী বহিষ্কার
- লন্ডনে আওয়ামী লীগের পালানো মন্ত্রী-এমপি-নেতাদের ইফতার
- বিশ্বব্যাংকে ইন্টার্নশিপের সুযোগ; ঘণ্টাপ্রতি বেতন
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ‘পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত’
- উত্তেজনার মধ্যেই চীন-পাকিস্তানের মধ্যে ফোনালাপ, যে কথা হলো
- ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি, চরম উত্তেজনা