ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

এক কোটি ৬৩ লাখ টাকার শেয়ার কেনার ঘোষণা

২০২৫ এপ্রিল ২৮ ১১:১২:০৭
এক কোটি ৬৩ লাখ টাকার শেয়ার কেনার ঘোষণা

ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত তাওফিকা ফুডস্ এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির দুই পরিচালক মুহসীনীনা তাওফিকা একরাম ও মুহসীনীনা সারিকা একরাম ২ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

দুই পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বর্তমান বাজারদরে পাবলিক মার্কেট থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। রোববার লাভেলোর প্রতিটি শেয়ারের সমাপনী বাজারমূল্য ছিল ৮১ টাকা ৫০ পয়সা, যা অনুযায়ী শেয়ার কেনার মোট মূল্য দাঁড়াবে ১ কোটি ৬৩ লাখ টাকা।

আলোচ্য দুই পরিচালকের বাবা প্রকৌশলী মোঃ একরামুল হক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, দুই পরিচালক কানাডা থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন। তাদের শেয়ার কেনার সংশ্লিষ্ট সিদ্ধান্ত কোম্পানিটির ব্যবসার উন্নয়নের পরিকল্পনার অংশ।

বর্তমানে মুহসীনীনা তাওফিকা একরাম কোম্পানিটির মোট শেয়ারের ২.৪১ শতাংশ এবং মুহসীনীনা সারিকা একরাম ৩.৫৩ শতাংশ মালিকানা রয়েছে এবং নতুন শেয়ার কেনার মাধ্যমে তাদের মালিকানা আরো বৃদ্ধি পাবে। উল্লেখযোগ্য যে, কোম্পানিটি সর্বশেষ ২০২৩-২০২৪ অর্থবছরে ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যার মধ্যে ১০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড অন্তর্ভুক্ত ছিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে