ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়-বৃষ্টি, রয়েছে সতর্ক সংকেত

২০২৫ এপ্রিল ২৮ ০৯:২৮:০৩
দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়-বৃষ্টি, রয়েছে সতর্ক সংকেত

ডুয়া ডেস্ক: আজ সোমবার (২৮ এপ্রিল) দেশের বিভিন্ন এলাকায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, দুপুর ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অফিসের ফেসবুক পেজে জানানো হয়েছে, সকাল ১১টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, পাবনা, টাঙ্গাইল, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপর দিয়ে একই ধরনের ঝড়বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বজ্রপাতের সময় করণীয়:

১. বজ্রধ্বনি শুনলেই নিরাপদ আশ্রয়ে যান।

২. জানালা ও দরজা বন্ধ রাখুন।

৩. বাইরে ভ্রমণ এড়িয়ে চলুন।

৪. নিরাপদ স্থানে অবস্থান করুন।

৫. গাছের নিচে আশ্রয় নেবেন না।

৬. কংক্রিটের মেঝেতে শোয়া বা দেয়ালে হেলান দেয়া থেকে বিরত থাকুন।

৭. ইলেকট্রনিক যন্ত্রের প্লাগ খুলে ফেলুন।

৮. পানির উৎস বা জলাশয় থেকে দূরে থাকুন।

৯. বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে সাবধান থাকুন।

১০. শিলাবৃষ্টি শুরু হলে ঘরের বাইরে যাবেন না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে