ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

২০২৫ এপ্রিল ২৮ ০৯:১৯:০০
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

ডুয়া ডেস্ক: কাতারে চার দিনের সরকারি সফর এবং পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন। পরদিন গভীর রাতে আনুমানিক ৩টায় তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে শনিবার বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নেন ড. ইউনূস। তার আগের দিন শুক্রবার তিনি কাতারের দোহা থেকে রোমে পৌঁছান।

শেষকৃত্যানুষ্ঠানের পর ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের দুই প্রভাবশালী নেতা—কার্ডিনাল সিলভানো মারিয়া টমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকাদ। তারা ড. ইউনূসের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তাকে সম্মান জানান।

উল্লেখ্য, ‘আর্থনা সামিট-২০২৫’-এ অংশ নিতে ২১ এপ্রিল কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে