ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

কুয়াকাটা হবে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র: এবিএম মোশাররফ

২০২৫ এপ্রিল ২৭ ২১:৫০:০২
কুয়াকাটা হবে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র: এবিএম মোশাররফ

ডুয়া নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আধুনিক যুগে গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সাংবাদিকরা হলো একটি আয়না। যখন রিপোর্ট পক্ষে যায়, তখন মানুষ প্রশংসা করে; কিন্তু বিপক্ষে গেলে সাংবাদিকদের বিরুদ্ধে সবচেয়ে বাজে ব্যবহার করা হয়, এমনকি নির্যাতনও করা হয়।

তিনি উদাহরণ টেনে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রখ্যাত সাংবাদিক দম্পতি সাগর ও রুণিকে বাসায় ঢুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যার বিচার আজ পর্যন্ত সম্পন্ন হয়নি। আমরা সেই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শুরু থেকেই সোচ্চার ছিলাম।

রবিবার (২৭ এপ্রিল) পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাব মাঠে অনুষ্ঠিত কুয়াকাটা প্রেসক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রজত জয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

কুয়াকাটার উন্নয়নে সাংবাদিকদের আরও বেশি অগ্রণী ভূমিকা নিতে হবে উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, বিএনপির পক্ষ থেকে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে উন্নয়নে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি। আপনাদের সহায়তা প্রয়োজন এবং এ ব্যাপারে রিপোর্ট তৈরি করে সরকারকে সহযোগিতা করতে হবে। আমরা আপনাদের সকল সহায়তা করতে প্রস্তুত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পুলিশি থানা মহিপুর বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লী, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, জামায়াত ইসলামী কুয়াকাটা পৌরসভার আমীর মাওলানা শহীদুল ইসলাম, এবং ইসলামী আন্দোলন কুয়াকাটার সভাপতি ফজলুল হক খান।

এর আগে প্রেসক্লাবের রজত জয়ন্তী পূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী পৌর এলাকা প্রদক্ষিণ করে। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

মারুফ/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে