ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

উদ্দেশ্যমূলকভাবে তৈরি সংবাদ ও তথ্যে বাংলাদেশিদের শঙ্কা বিশ্বে সর্বোচ্চ: পিউ

২০২৫ এপ্রিল ২৭ ১৯:৩১:০৯
উদ্দেশ্যমূলকভাবে তৈরি সংবাদ ও তথ্যে বাংলাদেশিদের শঙ্কা বিশ্বে সর্বোচ্চ: পিউ

ডুয়া ডেস্ক: উদ্দেশ্যমূলকভাবে তৈরি সংবাদ ও তথ্য নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। দেশটির প্রায় ৭৮ শতাংশ মানুষ মনে করে, এটি তাদের জন্য একটি বড় সমস্যা। সম্প্রতি পিউ রিসার্চের ‘ফ্রি এক্সপ্রেশন সিন এজ ইমপোর্ট্যান্ট গ্লোবালি বাট নট এভরিওয়ান থিঙ্কস দেয়ার কান্ট্রি হ্যাজ প্রেস, স্পিচ অ্যান্ড ইন্টারনেট ফ্রিডমস’ শীর্ষক এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

গত ২৪ থেকে ৩০ মার্চ পর্যন্ত বিশ্বের ৩৫টি দেশের ওপর চলে এ সমীক্ষা।

এতে দেখা যায়, উদ্দেশ্যমূলকভাবে তৈরি সংবাদ ও তথ্য নিয়ে সবচেয়ে বেশি শঙ্কিত বাংলাদেশিরা। দেশটির প্রায় ৭৮ শতাংশ মানুষ এটিকে তাদের দেশের জন্য একটি বড় সমস্যা বলে মনে করে। এর পরেই রয়েছে দক্ষিণ কোরিয়া, যেখানে ৭৩ শতাংশ মানুষ মনে করে, উদ্দেশ্যমূলকভাবে তৈরি সংবাদ ও তথ্য তাদের দেশের জন্য একটি বড় সমস্যা। এর পরের অবস্থানে রয়েছে চিলি।

পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, ‘উদ্দেশ্যমূলকভাবে তৈরি সংবাদ ও তথ্যকে দেশের জন্য ক্ষতিকর মনে করে না সিঙ্গাপুরের বেশিরভাগ মানুষ। দেশটির মাত্র ১৯ শতাংশ মানুষ মনে করে উদ্দেশ্যমূলকভাবে তৈরি সংবাদ ও তথ্য তাদের দেশের জন্য বড় সমস্যা।’

পিউ’য়ের সমীক্ষা অনুযায়ী, ‘বাংলাদেশের ৬৯ শতাংশ মানুষ মনে করে গণমাধ্যমের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। আর ভারতের ৬৮ শতাংশ মানুষও এমনটি মনে করে।’

পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, কানাডার সবচেয়ে বেশি মানুষ গণমাধ্যমের স্বাধীনতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে। এই দেশটির ৯৩ শতাংশ মানুষ মনে করে, গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরদিকে, আফ্রিকার দেশ কেনিয়ার ৬৪ শতাংশ মানুষ গণমাধ্যমের স্বাধীনতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করে। সমীক্ষা অনুযায়ী, সবচেয়ে বেশি এই দেশের মানুষ গণমাধ্যমের স্বাধীনতাকে গুরুত্বপূর্ণ মনে করে না।

পিউ রিসার্চের সমীক্ষার তথ্য বলছে, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ বাক স্বাধীনতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে। অপরদিকে ভারতের ৭২ শতাংশ মানুষ এটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করে। বাক স্বাধীনতাকে গুরুত্বপূর্ণ মনে করা সবচেয়ে বেশি মানুষ রয়েছে কানাডায়। দেশটির ৯২ শতাংশ মানুষ এটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখে। অপরদিকে, বাক স্বাধীনতাকে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ মনে করা মানুষ রয়েছে দক্ষিণ আফ্রিকায়। দেশটির ৬৭ শতাংশ মানুষ এটিকে গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করে।

পিউ রিসার্চের সমীক্ষায় দেখা গেছে, ৮৩ শতাংশ বাংলাদেশি মনে করে তারা সেন্সরশিপ ছাড়াই ইন্টারনেট চালাতে পারে। যেখানে ভারতের ৮৫ শতাংশ মানুষই এমন মত দিয়েছে। এদিক দিয়েও শীর্ষে কানাডা। দেশটির ৯২ শতাংশ মানুষ মনে করা তারা সেন্সরশিপ ছাড়াই ইন্টারনেট চালাতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে