ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে ৯ খাতের শেয়ারে

২০২৫ এপ্রিল ২৭ ১৯:২৪:২৯
বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে ৯ খাতের শেয়ারে

ডুয়া নিউজ : ধারাবাহিক দরপতন কাটিয়ে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে (২৭ এপ্রিল) দেশের শেয়ারবাজার উত্থানে ফিরেছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক প্রায় ২৩ পয়েন্ট বেড়েছে। এদিন বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় ৯ খাতের শেয়ারে লেনদেন বেড়েছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

খাতগুলো হলো- টেলিকমিউনিকেশন, প্রকৌশল, মিউচ্যুয়াল ফান্ড, ব্যাংক, বিবিধ, বস্ত্র, লাইফ ইন্স্যুরেন্স, সিমেন্ট এবং সেবা ও আবাসন খাত।

জানা যায়, আজ ডিএসইতে খাতগুলোর মধ্যে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন বেড়েছে টেলিকমিউনিকেশন খাতে। এদিন এখাতে লেনদেন হয়েছে ১২ কোটি ১২ লাখ টাকার। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ২৭ লাখ টাকার। আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে ৬ কোটি ৯০ লাখ টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে প্রকৌশল খাতের শেয়ারে। এদিন এখাতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৪৬ লাখ টাকার। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ২৮ কোটি ১১ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৬ কোটি ৪০ লাখ টাকার।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। এদিন এখাতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৪০ লাখ টাকার। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৩১ লাখ টাকার। আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে ৫ কোটি ১০ লাখ টাকার।

লেনদেন বৃদ্ধিতে চতুর্থ স্থানে রয়েছে ব্যাংক খাত। আজ এই খাতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৫ লাখ টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২২ কোটি ২৪ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৪ কোটি ৮০ লাখ টাকা।

পঞ্চম সর্বোচ্চ লেনদেন বেড়েছে বিবিধ খাতে। আজ এই খাতে লেনদেন হয়েছে ১৫ কোটি ১১ লাখ টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৪০ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২ কোটি ৯৭ লাখ টাকা।

লেনদেন বৃদ্ধিতে ষষ্ঠ স্থানে রয়েছে বস্ত্র খাতের শেয়ার। এখাতে লেনদেন হয়েছে ২৪ কোটি ১৮ লাখ টাকা। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ২২ কোটি ৩ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২ কোটি ২০ লাখ টাকার।

এছাড়া, আগের কর্মদিবসের তুলনায় আজ লেনদেন বেড়েছে লাইফ ইন্স্যুরেন্সে ১ কোটি ৪০ লাখ টাকার, সিমেন্ট খাতে ৪ কোটি ৪২ লাখ টাকার এবং সেবা ও আবাসন খাতে ২৬ লাখ টাকার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে