ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

দর বৃদ্ধিতে দাপট দেখালো ঝুঁকিপূর্ণ ৮ কোম্পানি

২০২৫ এপ্রিল ২৭ ১৭:৫৭:৪৬
দর বৃদ্ধিতে দাপট দেখালো ঝুঁকিপূর্ণ ৮ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক দরপতন কাটিয়ে আজ ২৭ এপ্রিল দেশের শেয়ারবাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২২.২৭ পয়েন্ট বেড়ে ৪৪৯৫.৪৬ পয়েন্টে অবস্থান করছে। তবে টাকার অংকে লেনদেন কমেছে। আজ ডিএসইর দর বৃদ্ধির তালিকায় ৮টিই ছিল ঝুঁকিপূর্ণ কোম্পানি। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- বসুন্ধরা পেপার মিলস, এস আলম কোল্ড রোল্ড স্টিল, ইভিন্স টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, রিলায়েন্স ওয়ান, কাট্টলি টেক্সটাইল, দেশবন্ধু পলিমার এবং হাক্কানি পাল্প। এসব কোম্পানি পিই রেশিও বিবেচনায় বিনিয়োগ ঝুঁকিতে রয়েছে।

জানা যায়, আজ ডিএসইতে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বসুন্দরা পেপার মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৩০ পয়সায়। যে কারণে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকায় শীর্ষে অবস্থান করছে। কোম্পানিটি সর্বশেষ প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি ৪ টাকা ৪ পয়সা লোকসান দেখানোর কারনে এর পিই রেশিও নেগেটিভ অবস্থায় রয়েছে, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ।

দ্বিতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানি সবচেয়ে বেশি দর বেড়েছে বসুন্দরা পেপার মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকা ৬০ পয়সায়। যে কারণে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে। বর্তমানে কোম্পানিটির পিই রেশিও ৫৭.৮৬ পয়েন্ট, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ।

ডিএসইর দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে ইভিন্স টেক্সটাইল। এদিন কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ৯.৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ টাকা ১০ পয়সায়। কোম্পানিটি সর্বশেষ প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি ১০ পয়সা লোকসান দেখানোর কারনে এর পিই রেশিও নেগেটিভ অবস্থায় রয়েছে, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ।

ডিএসইর দর বৃদ্ধির তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে শাইনপুকুর সিরামিকস। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৯.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ টাকা ৬০ পয়সায়। কোম্পানিটি সর্বশেষ প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি ১ টাকা ১ পয়সা লোকসান দেখানোর কারনে এর পিই রেশিও নেগেটিভ অবস্থায় রয়েছে, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ।

আজ ডিএসইর দর বৃদ্ধির ষষ্ঠ স্থানে অবস্থান করা প্রতিষ্ঠান রিলায়েন্স ওয়ানের দর ১ টাকা ৮০ পয়সা বা ৮.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকা ৯০ পয়সায়। বর্তমানে প্রতিষ্ঠানটির পিই রেশিও ৪৭.৬১ পয়েন্ট, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ।

ডিএসইর দর বৃদ্ধির তালিকায় সপ্তম স্থানে অবস্থান করছে কাট্টলি টেক্সটাইল। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৮.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকা ১০ পয়সায়। কোম্পানিটি গত ২০২৩ সাল থেকে কোন আর্থিক প্রতিবেদন প্রকাশ না করায় পিই রেশিও নেগেটিভ অবস্থায় রয়েছে, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ।

ডিএসইর দর বৃদ্ধির তালিকায় নবম স্থানে অবস্থান করছে দেশবন্ধু পলিমার। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৭.৮৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ টাকা ৯০ পয়সায়। কোম্পানিটি সর্বশেষ প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি ৭০ পয়সা লোকসান দেখানোর কারনে এর পিই রেশিও নেগেটিভ অবস্থায় রয়েছে, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ।

আজ ডিএসইর দর বৃদ্ধির তালিকায় দশম স্থানে অবস্থান করা কোম্পানি হাক্কানী পাল্পের শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৭.১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৫ টাকা ৭০ পয়সায়। বর্তমানে কোম্পানিটির পিই রেশিও ১১১.৪ পয়েন্ট, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে