ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

বিদেশে কনস্যুলার সেবায় নতুন ফি কাঠামো নির্ধারণ করল সরকার

২০২৫ এপ্রিল ২৭ ১২:১৪:২১
বিদেশে কনস্যুলার সেবায় নতুন ফি কাঠামো নির্ধারণ করল সরকার

ডুয়া ডেস্ক : বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবার নতুন ফি কাঠামো নির্ধারণ করেছে সরকার। মিশনের অবস্থানভেদে ভিন্ন ভিন্ন হারে ফি নির্ধারণ করে বিশ্বের ৮০টি বাংলাদেশ মিশনকে সাতটি গ্রুপে ভাগ করা হয়েছে। নতুন নিয়মে সর্বোচ্চ ফি ৮৫ ডলার এবং সর্বনিম্ন ফি ১০ ডলার নির্ধারণ করা হয়েছে। জরুরি ও সাধারণ সেবার জন্য আলাদা ফি কাঠামোও প্রণয়ন করা হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ২৭ ফেব্রুয়ারি অনুমোদিত এই প্রস্তাবের বিষয়টি ২৪ মার্চ অর্থ মন্ত্রণালয়ের এক স্মারকে জানানো হয়। প্রবাসী বাংলাদেশিদের চাহিদা এবং স্থানীয় বাস্তবতা বিবেচনায় নতুন এই ফি কাঠামো করা হয়েছে।

প্রথম গ্রুপে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, মেক্সিকো ও সুইজারল্যান্ডের ৯টি মিশন রয়েছে। এখানে সাধারণ সেবার ফি ৫৫ ডলার এবং জরুরি সেবায় ৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে। শিক্ষা ও অন্যান্য সনদের সাধারণ সেবার জন্য ৪৫ ডলার এবং জরুরি সেবার জন্য ৬৫ ডলার ফি ধার্য করা হয়েছে।

দ্বিতীয় গ্রুপে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালিসহ আরও কয়েকটি ইউরোপীয় দেশের ১৫টি মিশন রয়েছে। এখানে সাধারণ সেবায় ২০ থেকে ৫৫ ডলার এবং জরুরি সেবায় ৩০ থেকে ৮৫ ডলার পর্যন্ত ফি দিতে হবে।

তৃতীয় গ্রুপে রয়েছে রাশিয়া, তুরস্ক, রোমানিয়া, পোল্যান্ড ও আঙ্কারার ৫টি মিশন। সাধারণ সেবায় ২০ থেকে ২৫ ডলার এবং জরুরি সেবায় ৩০ থেকে ৪০ ডলার নির্ধারণ করা হয়েছে।

চতুর্থ গ্রুপে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার ১১টি মিশন অন্তর্ভুক্ত। এখানে সাধারণ সেবার জন্য ১৫ থেকে ৫০ ডলার এবং জরুরি সেবায় ২৫ থেকে ৭৫ ডলার ফি নির্ধারণ করা হয়েছে।

পঞ্চম গ্রুপে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারসহ মধ্যপ্রাচ্যের ১৫টি মিশন রয়েছে। এসব মিশনে সর্বনিম্ন সাধারণ ফি ১০ ডলার থেকে শুরু।

ষষ্ঠ গ্রুপে চীন, জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৫টি মিশন রয়েছে। এখানে সাধারণ সেবায় ২০ থেকে ৫০ ডলার এবং জরুরি সেবায় ৩০ থেকে ৭৫ ডলার ফি নির্ধারণ করা হয়েছে।

সপ্তম গ্রুপে রয়েছে আফ্রিকার ১০টি মিশন, যেখানে সবচেয়ে কম ফি নির্ধারিত হয়েছে। সাধারণ সেবায় ১০ থেকে ২০ ডলার এবং জরুরি সেবায় ১৫ থেকে ৩০ ডলার ফি ধার্য করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ছয় পাতার বেশি কোনো আমমোক্তারনামা হলে অতিরিক্ত প্রতি পাতার জন্য ৫ ডলার এবং অন্য কাগজপত্রের ক্ষেত্রে ২ ডলার অতিরিক্ত ফি দিতে হবে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ সেবার আবেদন তিন কর্মদিবসের মধ্যে এবং জরুরি সেবার আবেদন এক কর্মদিবসে নিষ্পত্তি করতে হবে। ফি মার্কিন ডলার অথবা প্রয়োজন অনুযায়ী স্থানীয় মুদ্রায় পরিশোধ করা যাবে।

সরকার আশা করছে, নতুন ফি কাঠামো চালু হলে কনস্যুলার সেবার মান ও গতি আরও বৃদ্ধি পাবে এবং প্রবাসী বাংলাদেশিরা অধিকতর সুসংহত সেবা পাবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে