ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

মার্জিন ঋণের সুদ নিয়ে নতুন সমস্যায় শেয়ারবাজার

২০২৫ এপ্রিল ২৭ ০৭:০৪:২২
মার্জিন ঋণের সুদ নিয়ে নতুন সমস্যায় শেয়ারবাজার

ডুয়া নিউজ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে মার্জিন অ্যাকাউন্টের মূলধনি লোকসান (নেগেটিভ ইকুইটি) সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারদের সংগঠন ডিবিএসহ বাজার সংশ্লিষ্ট অনেকে মনে করছেন, এই উদ্যোগ নতুন করে জটিলতা তৈরি করতে পারে।

বিনিয়োগকারীদের জমা রাখা অর্থের সমন্বিত ব্যাংক হিসাবের (সিসিএ) সুদের আয় ব্যবহারের বিষয়ে বিএসইসি নতুন একটি নির্দেশনা দিয়েছে। আগের কমিশন এই আয়ের পুরোপুরি বিনিয়োগকারীদের ফেরতের নির্দেশ দিলেও বাস্তবে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমান কমিশন সিদ্ধান্ত নিয়েছে, সিসিএ থেকে প্রাপ্ত সুদের ২৫ শতাংশ বিনিয়োগকারী সুরক্ষা তহবিলে জমা হবে এবং বাকি ৭৫ শতাংশ বিনিয়োগ শিক্ষা ও প্রশিক্ষণে ব্যয় হবে।

কিন্তু এ নিয়ে আপত্তি তুলেছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান মন্তব্য করেছেন, সুদ আয়কে 'অন্যান্য আয়' হিসেবে গণ্য করা উচিত আন্তর্জাতিক মান অনুযায়ী। তার মতে, সুদ আয়ে এনবিআর আগে থেকেই ১০% উৎসে কর কেটে রাখে, ফলে বিএসইসির নতুন সিদ্ধান্তটি বাস্তবায়নযোগ্য নয় এবং সাংঘর্ষিক।

ডিএসই পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, আন্তর্জাতিক রীতিতে সিসিএ সুদ আয় ব্রোকারেজ প্রতিষ্ঠানেরই। বিনিয়োগকারীরা কখনো তা দাবি করেননি। তিনি প্রশ্ন তোলেন, এতদিন পর কমিশন কেন হঠাৎ নীতিতে পরিবর্তন আনছে, তা বোধগম্য নয়। এটি নতুন করে জটিলতা তৈরি করবে।

ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম জানান, নেগেটিভ ইকুইটি সমস্যা সমাধানে ২০৩০ সালের মধ্যে পুরোপুরি মিটিয়ে ফেলার একটি প্রস্তাব দিয়েছিলেন তারা, কিন্তু তা বিবেচনা না করে কমিশন কেবল এক বছরের প্রভিশনিং ছাড় দিয়েছে এবং পৃথকভাবে কেস-টু-কেস ভিত্তিতে সিদ্ধান্তের পরিকল্পনা চেয়েছে। তার মতে, দেড়শ ব্রোকারেজ ও মার্চেন্ট ব্যাংকের সঙ্গে আলাদাভাবে আলোচনা করা এবং সমাধান বের করা এ বছরের মধ্যেই সম্ভব হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

বাজারসংশ্লিষ্টরা আরও মনে করছেন, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য আইপিও সংকট নিরসন, মেয়াদি মিউচুয়াল ফান্ডের মেয়াদ প্রসঙ্গে সিদ্ধান্ত, বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস ইস্যু এবং বিএফআইইউ কর্তৃক ফ্রিজকৃত বিও অ্যাকাউন্টগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে