ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

ইউনাইটেড ইউনিভার্সিটির ভিসি-ডিন-বিভাগীয় প্রধানদের একসঙ্গে পদত্যাগ

২০২৫ এপ্রিল ২৭ ০৬:২২:৩০
ইউনাইটেড ইউনিভার্সিটির ভিসি-ডিন-বিভাগীয় প্রধানদের একসঙ্গে পদত্যাগ

ডুয়া নিউজ: শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম মিয়া, সব ডিন, সব বিভাগীয় প্রধান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল হুদা পদত্যাগ করেছেন।

শনিবার (২৬ এপ্রিল) রাতে এই পদত্যাগের ঘোষণা আসে। বিশ্ববিদ্যালয়টির পরিস্থিতি শান্ত করার পরিবর্তে নতুন জটিলতা সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, তারা শুধু উপাচার্য ও সিএসই বিভাগের প্রধানের পদত্যাগ দাবি করেছিলেন। কিন্তু ভিসি চাপ দিয়ে বিশ্ববিদ্যালয়ের সব ডিন ও বিভাগীয় প্রধানদের পদত্যাগ করিয়েছেন যা শিক্ষার্থীদের অচলাবস্থা সৃষ্টি এবং ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে ছিল।

শিক্ষার্থীরা এখন শুধু উপাচার্য এবং সিএসই বিভাগের প্রধানের পদত্যাগ দাবি করছেন, বাকি ডিন ও বিভাগীয় প্রধানদের পদত্যাগপত্র প্রত্যাহার করার দাবি জানাচ্ছেন।

নিরাপত্তার জন্য, রাতের বেলায় শিক্ষার্থীরা ভিসি এবং সংশ্লিষ্টদের অবরুদ্ধ করে রেখেছে এবং প্রতিবাদ চালিয়েছে।

এটি ঘটে ঐ সময় যখন শিক্ষার্থীরা সিএসই বিভাগের প্রধান অধ্যাপক নুরুল হুদার অমানবিক আচরণের বিরুদ্ধে তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেছিলেন। শনিবার দুপুর থেকে আমরণ অনশন শুরু করে তারা।

রাত ৯টায় উপাচার্যের পদত্যাগের ঘোষণার পর শিক্ষার্থীরা দারুণ ক্ষুব্ধ হন এবং তারা দাবি জানিয়েছেন, উপাচার্য ও সিএসই বিভাগের প্রধান ছাড়া অন্যদের পদত্যাগপত্র প্রত্যাহার হলে তবেই তারা ক্লাসে ফিরে যাবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে