ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

উভয় স্টক এক্সচেঞ্জে ৭ কোম্পানির দাপট

২০২৫ এপ্রিল ২৬ ২১:৪৮:০৬
উভয় স্টক এক্সচেঞ্জে ৭ কোম্পানির দাপট

নিজস্ব প্রতিবেদক : দেশের উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক দর বৃদ্ধিতে দাপট দেখিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি। কোম্পানিগুলো হলো- শাহজীবাজার পাওয়ার, ডরিন পাওয়ার, এনার্জিপ্যাক, সেনা ইন্স্যুরেন্স, এসইএমএল লেকচার, এসোসিয়েটেড অক্সিজেন এবং গ্লোবাল ইন্স্যুরেন্স। এই ৭ কোম্পানি বিদায়ী সপ্তাহে উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় অবস্থান করছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে অবস্থান করছে শাহজীবাজার পাওয়ার কোম্পানি। আলোচ্য সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৫.৯৩ শতাংশ বেড়ে দাড়িয়েছে ৪৪ টাকা ৪০ পয়সায়।

কোম্পানিটি সিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির দর ১৫.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫ টাকায়।

ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন। আলোচ্য সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৩.৭১ শতাংশ বেড়ে দাড়িয়েছে ২২ টাকা ৪০ পয়সায়।

কোম্পানিটি সিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির দর ১৩.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২টাকা ৩০ পয়সায়।

ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে এসইএমএল লেকচার ফান্ড। আলোচ্য সপ্তাহে ডিএসইতে ফান্ডটির শেয়ার দর ১৩.৬৪ শতাংশ বেড়ে দাড়িয়েছে ১০ টাকায়।

ফান্টটি সিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করচে। আলোচ্য সপ্তাহে সিএসইতে ফান্ডটির দর ১৩.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ টাকা ৫০ পয়সায়।

ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে সেনা ইন্স্যুরেন্স। আলোচ্য সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৩.১৮ শতাংশ বেড়ে দাড়িয়েছে ৪৫ টাকা ৫০ পয়সায়।

কোম্পানিটি সিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষ স্থানে অবস্থান করছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির দর ১৯.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫ টাকা ৫০ পয়সায়।

ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে ডরিন পাওয়ার। আলোচ্য সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১১.২৬ শতাংশ বেড়ে দাড়িয়েছে ২৫ টাকা ৭০ পয়সায়।

কোম্পানিটি সিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির দর ১৬.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকা ৭০ পয়সায়।

ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার ৭ম স্থানে অবস্থান করছে এসোসিয়েটেড অক্সিজেন। আলোচ্য সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৬.৮২ শতাংশ বেড়ে দাড়িয়েছে ১৪ টাকা ১০ পয়সায়।

কোম্পানিটি সিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দশম স্থানে অবস্থান করছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির দর ৬.৬১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ৫০ পয়সায়।

ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার দশম স্থানে অবস্থান করছে গ্লোবাল ইন্স্যুরেন্স। আলোচ্য সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৬.১৪ শতাংশ বেড়ে দাড়িয়েছে ৩১ টাকা ১০ পয়সায়।

কোম্পানিটি সিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় ষষ্ঠ স্থানে অবস্থান করছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির দর ১০.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা ৪০ পয়সায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে