ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

বন্ধ মেট্রোরেল

২০২৫ এপ্রিল ২৬ ১৯:২৩:২৯
বন্ধ মেট্রোরেল

ডুয়া ডেস্ক: বৈদ্যুতিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন ভ্রমণকারী যাত্রীরা।

আজ শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এই ত্রুটি দেখা দেয়।

এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ‘আপাতত ট্রেন চলাচল বন্ধ আছে। পাওয়ার ট্রিপ ঘটছে। তবে ঠিক কোথায় হয়েছে, এটি এখনই বলা যাচ্ছে না। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।’

ডিএমটিসিএল সূত্রজানিয়েছে, “ওভারহেড ক্যাটেনারিতে যে বিদ্যুৎ সরবরাহ হয় সেটা কোথাও ফল করেছে। সেটি ঠিক করার চেষ্টা করছি।”

এদিকে, ভোগান্তিতে পড়া যাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য করছেন।

একজন লিখেছেন, “আধঘণ্টা যাবৎ কাজীপাড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, মেট্রোরেল বন্ধ আছে। কখন খুলবে কেউ বলতে পারেন?”

আরেকজন লিখেছেন, “কারিগর ত্রুটির কারণে মেট্রো চলাচল বন্ধ। উত্তরা উত্তরগামী মেট্রো আগারগাঁও এসে ১৫ মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে। গরমে ভিতরে অবস্থা কাহিল।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে