ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

দরপতনের মধ্যেও লেনদেন তালিকায় ‘এ’ ক্যাটাগরির আধিপত্য

২০২৫ এপ্রিল ২৬ ১৮:২০:১১
দরপতনের মধ্যেও লেনদেন তালিকায় ‘এ’ ক্যাটাগরির আধিপত্য

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২০-২৪ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাপক দরপতন হয়েছে। ডিএসইর সবগুলো সূচকের পাশাপাশি বাজার মুলধন কমেছে ৭ হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে লেনদেন তালিকায় ‘এ’ ক্যাটাগরি কোম্পানির আধিক্য দেখা গেছে। ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকায় ১০টি কোম্পানির মধ্যে ৮টিই ছিল ‘এ’ ক্যাটাগরির। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, শাহজীবাজার পাওয়ার, ফাইন ফুডস, এসিআই লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক এবং লাভেলো আইস্ক্রিম।

জানা যায়, আলোচ্য সপ্তাহে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিচ হ্যাচারির। বিদায়ী সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির ৯২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিটি শেয়ার দর ছিল ৫৮ টাকা ৩০ পয়সা।

ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় অবস্থানে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৪৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদীয় সপ্তাহে কোম্পানিটির প্রতিটি শেয়ার দর ছিল ৯২ টাকা ৪০ পয়সা।

বিদায়ী সপ্তাহে ৪৪ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে শাহজীবাজার পাওয়ার কোম্পানি। আলোচ্য সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৪৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফাইন ফুডসের ৪৩ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা, এসিআই লিমিটেডের ৩৯ কোটি ৪২ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ৩০ কোটি ৪০ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ২৮ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা এবং লাভেলো আইস্ক্রিমের ২৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে