ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

১৬ বছর পর মুক্তভাবে অনুষ্ঠান পালন করতে পারছি: ড্যানী

২০২৫ এপ্রিল ২৬ ১৬:৩৪:৪১
১৬ বছর পর মুক্তভাবে অনুষ্ঠান পালন করতে পারছি: ড্যানী

ঢাবি প্রতিনিধি: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের (ডুয়া) সদস্য সচিব আব্দুল বারী ড্যানী বৈশাখ মিলনমেলা ১৪৩২ এর উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এটি আমাদের প্রাণের উৎসব। আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ ১৬ বছর পর আমরা মুক্তভাবে এই অনুষ্ঠান পালন করতে যাচ্ছি। আজকে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এইটা তার প্রমাণ। এই উৎসব যাতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এগিয়ে তার জন্য কামনা করছি।

শনিবার (২৬ এপ্রিল) বিকাল চারটায় এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। অনুষ্ঠানে এসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু সভাপতিত্ব করেন।

আব্দুল বারী ড্যানী বলেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। অ্যালামনাইদের উদ্দেশে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি নজর রাখবেন। এই প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা চেষ্টা করছি সব কাজ ভালোভাবে করার। যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। এসময় তিনি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে