ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ঢাবি মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ

২০২৫ এপ্রিল ২৬ ১৫:০১:৫৪
ঢাবি মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশন (এমএএ-ডিইউ) এর ২০২৫-২০২৭ মেয়াদের জন্য গঠিত নতুন কার্য নির্বাহী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

নতুন কমিটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরীকে শপথবাক্য পাঠ করান মার্কেটিং বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক ড. শরীফুল আলম। পরে কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করান নতুন সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী।

শপথগ্রহণ অনুষ্ঠানে অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী বলেন, সংগঠনের গঠনতন্ত্র ও নীতি-আদর্শ মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি যথাযথভাবে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, কোনো ধরনের প্রলোভনের ঊর্দ্ধে উঠে নিজের চিন্তা ও বিবেককে গুরুত্ব দিয়ে ইতিবাচক ও দায়িত্বশীল মনোভাব নিয়ে তিনি কাজ করবেন। অন্যান্য সদস্যরাও তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এর আগে, গত ১৮ এপ্রিল সংগঠনের নবম বার্ষিক সাধারণ সভায় ২০২৫-২০২৭ মেয়াদের জন্য অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও খন্দকার মো. রাফিক হাসানকে সাধারণ সম্পাদক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, ঢাবির মার্কেটিং বিভাগ ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৬ সালে মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশন যাত্রা শুরু করে। এসোসিয়েশনটি বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

নতুন নির্বাহী কমিটিতে মোট ৫১ জন সদস্য রয়েছেন। যারা অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা এবং মার্কেটিং পেশার অগ্রগতিতে অবদান রাখার লক্ষ্যে কাজ করবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে