ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ভারতের বিরুদ্ধে এক জোটে পাকিস্তানের সব দল

২০২৫ এপ্রিল ২৬ ১৪:৪৫:১৮
ভারতের বিরুদ্ধে এক জোটে পাকিস্তানের সব দল

ডুয়া ডেস্ক: দীর্ঘদিন ধরে নানা বিষয়ে মতবিরোধ থাকলেও জাতীয় স্বার্থে এবার একক প্ল্যাটফর্মে একত্র হয়েছে পাকিস্তানের সব রাজনৈতিক দল। ভারত-শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত সর্বদলীয় বৈঠক করে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এবার একই রকম প্রতিক্রিয়া দেখা গেল পাকিস্তানের পক্ষ থেকেও।

ভারতের ধারাবাহিক হুমকির প্রেক্ষাপটে সব ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে হয়েছে পাকিস্তানের রাজনীতিকরা। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করে জানিয়ে দেওয়া হয়েছে—কাশ্মীর হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হচ্ছে।

পাকিস্তানের দাবি, ভারতের এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। সিনেট অধিবেশনে আইনপ্রণেতারা জানান, সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান অবস্থান নেয় এবং নিরপরাধ সাধারণ মানুষকে লক্ষ্য করাকে তারা তাদের নীতির পরিপন্থি মনে করে।

পাশাপাশি ভারতের 'নিজের তৈরি নাটক' ও 'ভুয়া প্রোপাগান্ডা'রও তীব্র নিন্দা জানায় পাকিস্তান। এছাড়া সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতের একতরফা সিদ্ধান্তকে তারা কার্যত যুদ্ধ ঘোষণার সামিল বলেও মন্তব্য করে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে