ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

‘শেখ হাসিনা মাত্র ৪৬ মিনিট সময় পেয়েছিল’

২০২৫ এপ্রিল ২৬ ১২:৫৩:১৫
‘শেখ হাসিনা মাত্র ৪৬ মিনিট সময় পেয়েছিল’

ডুয়া ডেস্ক: আগামী ৪০ বছরেও আওয়ামী লীগের আর ক্ষমতায় ফিরে আসার সুযোগ নেই—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায়, যার সভাপতিত্ব করেন কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা, টুকু বলেন, “আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। শেখ হাসিনা চেয়েছিলেন বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে। প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী—সবই তার নিয়ন্ত্রণে ছিল। তবুও গণআন্দোলনের মুখে তিনি পালাতে বাধ্য হন। তিনি পেছনের দরজা দিয়ে হেলিকপ্টারে করে ভারতে চলে যান।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা মাত্র ৪৬ মিনিট সময় পেয়েছিলেন। এমনকি নিজের শাড়িটাও গুছিয়ে নিতে পারেননি। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পালাননি, বীরের মতো ঢাকায় ছিলেন। তাকে হেলিকপ্টারে নয়, সম্মানজনকভাবে রাজকীয় অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হয়েছে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে