ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

পাক-ভারত পরিস্থিতি নিয়ে যা ভাবছে জাতিসংঘ

২০২৫ এপ্রিল ২৬ ১২:২৮:০১
পাক-ভারত পরিস্থিতি নিয়ে যা ভাবছে জাতিসংঘ

ডুয়া ডেস্ক: জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের চলমান পরিস্থিতি জাতিসংঘ ‘খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ’ করছে।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ডুজারিক জাতিসংঘের পক্ষ থেকে পুনরায় নিন্দা জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।” তিনি আরও বলেন, “উত্তেজনা যেন আরও না বাড়ে তা নিশ্চিত করতে আমরা ভারত ও পাকিস্তান উভয়কেই সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি।”

উল্লেখ্য, ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগামে হামলায় এক নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত হন। ভারত সরকার এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা দৃঢ়ভাবে অস্বীকার করে এবং একে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ বলে অভিহিত করে।

হামলার পরদিন ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ বেশ কিছু কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেয়। এর পাল্টা জবাবে পাকিস্তানও ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল, দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত এবং ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধসহ কড়া পদক্ষেপ ঘোষণা করে।

এই পাল্টাপাল্টি সিদ্ধান্তে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যা অনেকেই আশঙ্কা করছেন সামরিক সংঘাতেও রূপ নিতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে