ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

নতুন কৌশলে মাঠে নামছে আওয়ামী লীগ

২০২৫ এপ্রিল ২৬ ১১:৩৩:২৩
নতুন কৌশলে মাঠে নামছে আওয়ামী লীগ

ডুয়া ডেস্ক: দীর্ঘদিনের নীরবতা ভেঙে নতুন কৌশলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে মিছিল করে দলটি তাদের উপস্থিতির জানান দিচ্ছে। এবার দলটি ‘মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইন’ ব্যানারে ‘ম্যাস গ্যাদারিং ফর ফিলিস্তিন’ স্লোগানে ঢাকায় বড় একটি সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে ইসলামী ফ্রন্ট নামক একটি দলের প্যাড ব্যবহার করে পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও অনুমতি না পাওয়ায় সমাবেশ স্থগিত করা হয়। এরপর বিকল্প হিসেবে আগামী শনিবার রাজধানীর সায়েদাবাদের গোলাপবাগ মাঠে সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে সারাদেশ থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী ঢাকায় জড়ো হয়েছেন।

বিশেষ সূত্র বলছে, আওয়ামী লীগ সংশ্লিষ্টরা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী ও মাজার-দরবারের নাম ব্যবহার করে তাদের কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করছেন, যেখানে ইসলামী ফ্রন্টের কিছু নেতা সহযোগিতা করছেন। উল্লেখ্য, গত দেড় দশকে এ দলটি আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছে এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পর নিবন্ধিত সব দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে একটি অন্তর্বর্তী সরকারের আহ্বান জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের পতনের পর দলটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেলেও এখন হঠাৎ মিছিল ও জনসমাগমের মাধ্যমে তারা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এখন সেই প্রচেষ্টার অংশ হিসেবে ফিলিস্তিন ইস্যুতে আন্দোলনের ব্যানারে মাঠে নামার পরিকল্পনা চলছে।

‘মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইন’-এর মিডিয়া সেলের সদস্যরা জানিয়েছেন, ডিএমপির অনুমতি না পেলেও মৌখিক সম্মতির ভিত্তিতে গোলাপবাগ মাঠে সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজনটিতে ফিলিস্তিনের পাশাপাশি ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। আনুমানিক ৫০ হাজার মানুষের জমায়েতের পরিকল্পনা রয়েছে।

সমাবেশ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অনেকেই এতে সক্রিয়। বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীও এই প্রচারণায় যুক্ত রয়েছেন।

যদিও আয়োজকরা আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন তবুও রাজনৈতিক মহল ও গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ইসলামী ফ্রন্ট আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী এবং পূর্ববর্তী নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মাঠে ছিল। ইসলামি চিন্তাবিদদের মতে, বর্তমান উদ্যোগগুলো আসলে ভিন্ন ব্যানারে আওয়ামী লীগকেই পুনর্বাসনের প্রচেষ্টা।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র মুশফিক উস সালেহীন বলেন, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম নিষিদ্ধ করা উচিত। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে এই ধরনের আড়াল করা তৎপরতার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে