ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন কতজন

২০২৫ এপ্রিল ২৬ ০৯:২৬:৫৪
রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন কতজন

ডুয়া ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষাটি দুই শিফটে নেওয়া হবে—প্রথম শিফট বেলা ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফট বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত।

‘সি’ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) মোট আসন সংখ্যা ১,৫১৬টি। সেখানে আবেদন করেছেন ৯৮,৮২০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন গড়ে প্রায় ৬৫ জন।

এই ইউনিটটি সাতটি অনুষদ নিয়ে গঠিত, যেখানে রয়েছে ২৬টি বিভাগ। অনুষদভিত্তিক আসন বিন্যাস নিচে তুলে ধরা হলো:

বিজ্ঞান অনুষদ:

এ বছর ১০টি আসন কমিয়ে ৯টি বিভাগের জন্য বরাদ্দ হয়েছে ৬১০টি আসন। বিভাগভিত্তিক আসনসংখ্যা:

  • গণিত: ১০০

  • পদার্থবিজ্ঞান: ৭০

  • রসায়ন: ১০০

  • পরিসংখ্যান: ৮০

  • প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান: ৫০

  • ফার্মেসি: ৫০

  • পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট: ৬০

  • ফলিত গণিত: ৭০

  • শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান: ৩০

জীববিজ্ঞান অনুষদ:

৬টি বিভাগের আওতায় আসন রয়েছে মোট ৩০০টি:

  • মনোবিজ্ঞান: ৬০

  • উদ্ভিদবিজ্ঞান: ৭০

  • প্রাণিবিদ্যা: ৮০

  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি: ৩০

  • চিকিৎসা মনোবিজ্ঞান: ৩০

  • মাইক্রোবায়োলজি: ৩০

কৃষি অনুষদ:

এ বছর ৪টি আসন বাড়িয়ে ২টি বিভাগে মোট আসন সংখ্যা ১২০:

  • এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন: ৬০

  • ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি: ৬০

প্রকৌশল অনুষদ:

৫টি বিভাগে মোট আসন ২৫১টি:

  • ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল: ৭০

  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: ৪০

  • ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: ৪৬

  • ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: ৫০

  • ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং: ৪৫

ভূ-বিজ্ঞান অনুষদ:

২টি বিভাগে রয়েছে ১৩০টি আসন। এ বছর ৫টি আসন বৃদ্ধি পেয়েছে:

  • ভূগোল ও পরিবেশবিদ্যা: ৭৫

  • ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা: ৫৫

ফিশারিজ অনুষদ:

একটি বিভাগে আসন সংখ্যা ৫০।

ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদ:

একটি বিভাগে রয়েছে ৫০টি আসন।

সব ইউনিটেই এ বছর এমসিকিউ (বহুনির্বাচনি) প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট ৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: ভর্তি রাবি

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে