ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

অভ্যুত্থান পরবর্তী সরকার পিএসসি সংস্কার করেনি, আমরা লজ্জিত: সারজিস আলম

২০২৫ এপ্রিল ২৫ ২১:০৫:৫৫
অভ্যুত্থান পরবর্তী সরকার পিএসসি সংস্কার করেনি, আমরা লজ্জিত: সারজিস আলম

ডুয়া প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, অভ্যুত্থান পরবর্তী সরকারের উচিত ছিল পিএসসি সংস্কার করা, তারা তা করেনি, আমরা লজ্জিত। আমরা এই আন্দোলনের সাথে আছি।

শুক্রবার রাতে ঢাবির রাজু ভাস্কর্যে পিএসসি সংস্কার আন্দোলনের সাথে সংহতি জানাতে এসে তিনি এসব কথা বলেন। পরে বিক্ষোভ মিছিলে অংশ নেন তিনি।

সারজিস আলম বলেন, আমরা আজ থেকে ১০ মাস আগেও চাকরি প্রত্যাশী হিসাবে আমরা লাইব্রেরীতে ছিলাম। বাংলাদেশ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্টান পিএসসি কারন তাদের পরীক্ষা পরবর্তী প্রজন্মের আমলাতন্ত্রকে বিকশিত করে। কিন্তু আজ যে সহযোদ্ধাদের সাথে কোটা আন্দোলন করেছিলাম তাদেরকে কেন এখন আন্দোলনে নামতে হবে?

তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী সরকারের তো দরকার ছিল পিএসসি সংস্কার করা। কিন্তু তারা তা করেনি, আমরা লজ্জিত। ৪৬ তম বিসিএসের পরীক্ষায় প্রশ্ন পেয়ে কয়েকশজন প্রিলি দিয়েছে তাহলে যারা প্রশ্ন পেয়েছে তাদেরকে ফাইন্ড আউট করে ব্যবস্থা নেওয়ার আগে কিভাবে ৪৬ তম বিসিএস এর রিটেন পরীক্ষা হতে পারে।

সারজিস আরো বলেন, আমাদের পিএসসি সংস্কার প্রত্যাশী ভাইয়েরা যখন আপনাদের কাছে গিয়েছে তখন আপনারা তাদেরকে ডেকে কথা শুনতে পারতেন আপনাদের কথাগুলো বলতে পারতেন কিন্তু তাদের গায়ে হাত দেওয়ার মত স্পর্ধা আপনারা কোথায় পান? আমরা জাতীয় নাগরিক পার্টি আমাদের পিএসসি সংস্কার প্রত্যাশী ভাইদের সাথে আছি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে