ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

সাপ্তাহিক বাজার মূলধনের শীর্ষে গ্রামীন ফোন

২০২৫ এপ্রিল ২৫ ২০:৩৬:০০
সাপ্তাহিক বাজার মূলধনের শীর্ষে গ্রামীন ফোন

ডুয়া নিউজ: বিদায়ী সপ্তাহে (২০-২৪ এপ্রিল’২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধনের শীর্ষে গ্রামীণ ফোন। আলোচ্য সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৪৩ হাজার ২৭৭ কোটি ১০ লাখ টাকা, যা মোট বাজার মূলধনের ১২.৭৭ শতাংশ। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ৩২০ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

বাজার মূলধনে ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে ছিল স্কয়ার ফার্মা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৯ হাজার ৮৫ কোটি ৩০ লাখ টাকা, যা মোট বাজার মূলধনের ৫.৬৩ শতাংশ । বিদায়ী সপ্তাহে কোম্পানিটির প্রতিটি শেয়ার ২১৫ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

তৃতীয় অবস্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোবাকোর (বিএটিবিসি) বাজার মূলধন দাঁড়িয়েছে ১৭ হাজার ৩১৭ কোটি ৮০ লাখ টাকা, যা মোট বাজার মূলধনের ৫.১১ শতাংশ। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩২০ টাকা ৭০ পয়সা।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়ালটন হাইটেকের ১৩ হাজার ৬১৬ কোটি ৬০ লাখ টাকা, রবি আজিয়েটার ১৩ হাজার ২৫২ কোটি টাকা, বেক্সিমকোর ১০ হাজার ৩৫৭ কোটি ৫০ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ৮ হাজার ৭৭৭ কোটি ৮০ লাখ টাকা, বার্জার পেইন্টসের ৮ হাজার ৩৩৩ কোটি ২০ লাখ টাকা, ম্যারিকোর ৭ হাজার ৭৯২ কোটি ৫০ লাখ টাকা এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ৬ হাজার ৮৫৭ কোটি ৮০ লাখ টাকার বাজার মূলধন ছিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে