ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে বো-মা বিষ্ফোরণ; নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত

২০২৫ এপ্রিল ২৫ ২০:৩৩:২৯
পাকিস্তানে বো-মা বিষ্ফোরণ; নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত

ডুয়া ডেস্ক: ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই এবার পাকিস্তানের কোয়েটার মারগেট এলাকায় বোমা বিস্ফোরিত হয়ে আঞ্চলিক পুলিশ বাহিনী ফ্রন্টিয়ার কন্সটাবুলারির চার সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।

সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বাড়ায় পাল্টা অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। এ পরিস্থিতির মধ্যেই একটি বোমা হামলায় আঞ্চলিক পুলিশ বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনকে হান্না উরাক স্টেশনের হাউজ অফিসার নাভিদ আখতার বলেছেন, “হামলায় নিরাপত্তা বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডের সদস্যদের লক্ষ্য করা হয়েছিল। বিস্ফোরণের প্রভাবে নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত ও তিনজন গুরুতর আহত হন। আহতদের দ্রত সময়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।”

নিহতদের মধ্যে ছিলেন সুবেদার শাহজাদ আমিন, নায়েব সুবেদার আব্বাস, সিপাহী খলিল এবং সিপাহী জাহিদ।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন ল্যান্স নায়েক জাফর, ল্যান্স নায়েক ফারুক এবং সিপাহী খুররম সেলিম।

হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালের নভেম্বরের পর গত মার্চে প্রথমবারের মতো সন্ত্রাসী হামলার সংখ্যা ১০০ ছাড়িয়েছে। মার্চে মোট সন্ত্রাসী হামলার সংখ্যা ছিল ১০৫টি, যার ফলে ৭৩ জন নিরাপত্তা কর্মী, ৬৭ জন বেসামরিক ব্যক্তি এবং ৪৪ জন সন্ত্রাসীসহ মোট ২২৮ জন নিহত হয়েছেন। এছাড়া, নিরাপত্তা বাহিনীর ১২৯ জন সদস্য এবং বেসামরিকদের মধ্যে আড়াইশ’র বেশি মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতির পর নিরাপত্তা অভিযান বৃদ্ধি করা হয়েছে।

সূত্র: দ্য ডন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে