ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

হা’মলার দিন কেন ছিল না ভারত সেনা; যা বলল সরকার

২০২৫ এপ্রিল ২৫ ২০:১৭:৩০
হা’মলার দিন কেন ছিল না ভারত সেনা; যা বলল সরকার

ডুয়া ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। গত মঙ্গলবার এ হামলাকে সামনে রেখে বিভিন্ন প্রশ্ন সামনে আসছে। এমনকি বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকা সর্বদলীয় বৈঠকে কেন্দ্র সরকারকেও এ নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে। হামলার দিন পহেলগামে সেনা ছিল না কেন তারও উত্তর দিয়েছে সরকার।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৈঠকে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, হামলার সময় বাইসারান এলাকায় কোনো নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল না কেন। এই প্রশ্নে সমর্থন জানিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং আম আদমি পার্টির সংসদ সদস্য সঞ্জয় সিংসহ অন্য নেতারাও।

সরকার পক্ষ জানায়, ‘প্রতি বছর জুন মাসে শুরু হওয়া অমরনাথ যাত্রার আগে সাধারণত বাইসারানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু এ বছর এপ্রিলের ২০ তারিখ থেকেই স্থানীয় ট্যুর অপারেটররা সেখানে পর্যটক নিয়ে যেতে শুরু করেন, যা প্রশাসনকে অবহিত না করেই করা হয়। ফলে তখনো কোনো নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়নি।’

বৈঠকে বিরোধী দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়—ভারতের যদি পর্যাপ্ত জলাধার না-ই থাকে, তাহলে সিন্ধু নদী চুক্তি স্থগিত করার কারণ কী? জবাবে সরকার জানায়, এই সিদ্ধান্তের উদ্দেশ্য তাৎক্ষণিক কোনো ফল নয়; বরং এটি একটি প্রতীকী ও কৌশলগত পদক্ষেপ। সরকারের ভাষায়, এর মাধ্যমে বিশ্বের কাছে ভারতের কঠোর অবস্থানের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, তাও এই ঘোষণার মাধ্যমে আভাস দেওয়া হয়েছে।

বৈঠকের শুরুতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন। এরপর গোয়েন্দা ব্যুরোর (আইবি) পরিচালক তপন ডেকা হামলার সময়কাল, গোয়েন্দা তথ্য এবং হামলার পর নেওয়া পদক্ষেপ নিয়ে একটি বিশদ উপস্থাপনা দেন।

বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, এনসিপি-এসপির সুপ্রিয়া সুলে ও প্রফুল্ল পটেল, বিজেডির সসমিত পাত্র, শিব সেনার শ্রীকান্ত শিন্ডে, আরজেডির প্রেমচাঁদ গুপ্ত, ডিএমকের তিরুচি শিভা এবং সমাজবাদী পার্টির রাম গোপাল যাদবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে