ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

২০২৫ এপ্রিল ২৫ ১৭:৫৬:৫৪
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

ডুয়া ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর আসছে। তাদের উৎসব ভাতা বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বর্তমানে ২৫ শতাংশ।

সম্প্রতি ‘বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি’র সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রস্তাবের প্রতি অর্থ বিভাগ সম্মতি জানিয়েছে।

সূত্রমতে, আগামী ঈদুল আজহা থেকেই এই নতুন ভাতা কার্যকর হতে পারে। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে অর্থ উপদেষ্টা ও অর্থসচিবের দেশে ফেরার পর। তারা বর্তমানে বিশ্বব্যাংক ও আইএমএফের বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং ২৯ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।

বর্তমানে দেশে ৩ লাখ ৯৮ হাজার ৬৮ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন। উৎসব ভাতা বাড়ানোর ফলে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ২২৯ কোটি টাকা।

শিক্ষকরা দীর্ঘদিন ধরে এই ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এটি তাদের জন্য স্বস্তির খবর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে