ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ইউরোপ-যুক্তরাজ্যে রপ্তানিতে প্রস্তুত সিলেট, চালু হচ্ছে কার্গো ফ্লাইট

২০২৫ এপ্রিল ২৫ ১৭:৩৮:৩৩
ইউরোপ-যুক্তরাজ্যে রপ্তানিতে প্রস্তুত সিলেট, চালু হচ্ছে কার্গো ফ্লাইট

ডুয়া ডেস্ক : সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবশেষে চালু হচ্ছে কার্গো ফ্লাইট। আগামী রোববার (২৮ এপ্রিল) থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যে পণ্য রপ্তানি শুরু হবে এখান থেকে। এতে সিলেট অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

২০২২ সালে নির্মিত হলেও ইউরোপের নির্ধারিত প্যাকেজিং ব্যবস্থার অভাবে এতদিন ব্যবহার করা যায়নি অত্যাধুনিক এ কার্গো টার্মিনালটি। অবশেষে সেই বাধা কাটিয়ে শুরু হচ্ছে রপ্তানি কার্যক্রম। ফলে কৃষিপণ্য, হিমায়িত খাদ্য, ফুল, হস্তশিল্প, চামড়াজাত পণ্যসহ নানা সামগ্রী এখন সিলেট থেকেই সরাসরি আন্তর্জাতিক বাজারে পাঠানো সম্ভব হবে।

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মজিবুর রহমান বলেন, ‘এটা সিলেটবাসীর জন্য অনেক বড় এক অর্জন। চেম্বার দীর্ঘদিন ধরে এ দাবিতে কাজ করে এসেছে। আমরা সরকারকে বিষয়টি বারবার জানিয়েছি এবং অবশেষে সফল হলাম।’

শুরুতেই স্পেনে যাবে ৬০ মেট্রিক টন গার্মেন্টস পণ্য। কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট সুব্রত ধর চৌধুরী পার্থ জানান, শুধু স্পেন নয়, ভবিষ্যতে নেদারল্যান্ডস, জার্মানি ও অন্যান্য দেশেও পণ্য পাঠানো যাবে এখান থেকে।

তবে এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিশেষ করে, প্যাকেজিং হাউস ও সার্টিফিকেশন ল্যাব না থাকায় খাদ্য ও কৃষিপণ্য রপ্তানিতে জটিলতা দেখা দিতে পারে।

সিলেট মেট্রোপলিটন চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল বলেন, ‘সরকারের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে দ্রুত একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাব ও প্যাকেজিং সিস্টেম চালু করা জরুরি।’

এরই মধ্যে ওসমানী বিমানবন্দরে নির্মিত হয়েছে আন্তর্জাতিক মানের কার্গো ওয়্যারহাউজ। পাশাপাশি নিয়োগ দেওয়া হয়েছে দক্ষ জনবল, স্থাপন করা হয়েছে অত্যাধুনিক নিরাপত্তা যন্ত্রপাতি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে