ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

তাসনিম ইস্যুতে শবনম ফারিয়ার স্ট্যাটাস ভাইরাল

২০২৫ এপ্রিল ২৫ ১৭:২২:৩৮
তাসনিম ইস্যুতে শবনম ফারিয়ার স্ট্যাটাস ভাইরাল

ডুয়া ডেস্ক : অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তাসনিম জারাকে আইনি নোটিশ পাঠানোর ঘটনায় স্পষ্টভাবে নিজের বিরোধিতা জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তাসনিম জারাকে নিয়ে কথা বলেন শবনম ফারিয়া।

তিনি লিখেন, যখন সরকার অবশেষে বিবাহিত ধর্ষণকে অপরাধ হিসেবে বিবেচনা করার কথা ভাবছে, তখন আপনি একটি মেয়েকে—যে মানুষকে সচেতন করার চেষ্টা করছে—তাকেই আইনি নোটিশ পাঠাচ্ছেন? সে এমন একজন, যে আন্তর্জাতিক সুযোগ-সুবিধা ছেড়ে এই দেশের জন্য কাজ করতে এসেছে, যেন একটি সচেতন ও স্বাস্থ্যবান প্রজন্ম গড়ে তোলা যায়। আর আপনি তাকে এইভাবে পুরস্কৃত করছেন?

তিনি আরো লিখেন, আমাদের অধিকাংশ মেধাবী মানুষ ইতিমধ্যেই দেশ ছেড়ে চলে গেছে। ধীরে ধীরে এই দেশটা বোকা মানুষের দেশে পরিণত হচ্ছে। যারা ফিরে এসেছে এবং পরিবর্তন আনার চেষ্টা করছে, তাদের চুপ করানোর চেষ্টা করবেন না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে