ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

আ.লীগ নিষিদ্ধসহ ৪ দাবিতে ইনকিলাব মঞ্চের ‘শহীদি সমাবেশ’

২০২৫ এপ্রিল ২৫ ১৭:১৮:০৯
আ.লীগ নিষিদ্ধসহ ৪ দাবিতে ইনকিলাব মঞ্চের ‘শহীদি সমাবেশ’

ডুয়া নিউজ: আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এবং জুলাই গণহত্যাসহ বিভিন্ন ঘটনার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে ‘শহীদি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ৩টার পর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের ব্যানারে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশ থেকে চার দফা দাবিতে আওয়াজ তোলা হয়েছে:

১. আগামী ১০০ দিনের মধ্যে জুলাই মাসে সংঘটিত গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এবং আওয়ামী লীগকে নির্বাহী আদেশ, আদালতের রায় ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

২. শাপলা চত্বরের ঘটনা রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় একটি তদন্ত কমিশন গঠন করতে হবে। একই সঙ্গে শহীদদের তালিকা প্রকাশ ও বিচার কার্যক্রম শুরু করতে হবে।

৩. পিলখানা হত্যাকাণ্ড বিষয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে সুপারিশগুলো বাস্তবায়ন করতে হবে।

৪. দেশের সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার বিচার সংক্রান্ত একটি সুস্পষ্ট ধারা সংযুক্ত করতে হবে।

ইনকিলাব মঞ্চ জানায়, এই দাবিতে আগামী ১০০ দিন দেশের ৬৪ জেলায় গণসংযোগ চালানো হবে। দাবি পূরণ না হলে আগামী ৩৬ জুলাই (৫ আগস্ট) ‘মার্চ ফর বাংলাদেশ’ কর্মসূচি ঘোষণা করে শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করা হবে।

সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি, এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের জুনায়েদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জুলাই আন্দোলনে শহিদদের পরিবার এবং আহতরাও উপস্থিত ছিলেন। তারা জুলাই হত্যাকাণ্ডের বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে