ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া

২০২৫ এপ্রিল ২৫ ১৬:১৩:৩৬
তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া

ডুয়া ডেস্ক : বিশ্বজুড়ে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে রাশিয়া এবার সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছে। দেশটির নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনে যদি ‘শান্তিরক্ষী’ মোতায়েন করা হয়, তা রীতিমতো তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে।

রুশ সংবাদ সংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে শোইগু বলেন, ইউরোপীয় ইউনিয়ন শান্তিরক্ষীর ছদ্মাবরণে ইউক্রেনে সামরিক উপস্থিতি স্থাপনের ষড়যন্ত্র করছে। তার ভাষায়, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে, যা থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটতে পারে।

শোইগুর দাবি, ‘শান্তিরক্ষী’ শব্দটি ব্যবহার করে পশ্চিমারা আসলে ইউক্রেন এবং দেশটির খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি বলেন, “এদের ‘শান্তিরক্ষী’ না বলে বরং ‘দখলদার’ বলা বেশি উপযুক্ত হবে।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এসব বাহিনী ন্যাটোভুক্ত দেশের হতে পারে, যাদের উপস্থিতির বিরুদ্ধে রাশিয়া আগেও আপত্তি জানিয়েছে। এই ‘শান্তিরক্ষীরা’ ইউক্রেনের বর্তমান সরকার—যাকে শোইগু ‘নাৎসি’ বলে অভিহিত করেছেন—তার সমর্থক হয়ে উঠতে পারে এবং রুশ অর্থডক্স খ্রিস্টানদের ওপর নিপীড়ন চালাতে পারে।

এছাড়া রুশ ভাষাভাষীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের ওপরও মারাত্মক আঘাত আসতে পারে বলে তিনি মন্তব্য করেন।

শোইগু আরও বলেন, “এই অভিযান প্রকৃতপক্ষে কোনো শান্তিরক্ষা মিশন নয়। এ কারণে প্রকৃত বিশ্বশক্তিগুলো এ ধরনের উদ্যোগ থেকে নিজেদের বিরত রাখছে।”

বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই বার্তা ইউক্রেন সংকটকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে