ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

যুদ্ধের অনুমতি দিলেন ভারতের রাষ্ট্রপতি?

২০২৫ এপ্রিল ২৫ ১৫:৫৯:৫২
যুদ্ধের অনুমতি দিলেন ভারতের রাষ্ট্রপতি?

ডুয়া ডেস্ক: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতের রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। সাক্ষাৎকালে তারা রাষ্ট্রপতির হাতে তুলে দেন দুটি লাল ফাইল—যা ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভি বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জানিয়েছে, হামলার পর সন্ধ্যা ৬টায় একটি সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে, যেখানে সভাপতিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় লাল ফাইল দুটি হস্তান্তরের ছবি প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ঘিরে নানা প্রশ্ন উঠেছে। কেউ কেউ ধারণা করছেন একটি ফাইল হয়তো যুদ্ধ শুরুর অনুমতির আবেদন সংক্রান্ত এবং অন্যটি হতে পারে চূড়ান্ত প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের প্রস্তাব।

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সুশান্ত হালদার মন্তব্য করেন, "অতি জরুরি এই সময়ে ফাইল দুটি কোনো বাণিজ্যিক কাগজপত্র হতে পারে না। সম্ভবত একটি যুদ্ধ শুরুর ফাইল এবং অন্যটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিশেষ অনুমতির প্রস্তাব।"

এই হামলার নিন্দা জানিয়ে অল ইন্ডিয়া সুফি সাজ্জাদানাশিন কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ নাসিরউদ্দিন চিশতী বলেন, "পাকিস্তান যদি নিজেকে ইসলামী রাষ্ট্র বলে দাবি করে তাহলে প্রতিবেশী দেশের প্রতি তার দায়িত্ব বুঝতে হবে। ইসলামে সন্ত্রাসের কোনো জায়গা নেই।" তিনি আরও বলেন, "ভারত জানে কীভাবে জবাব দিতে হয়। পাকিস্তান পিছু হটলেও শাস্তি এড়াতে পারবে না।"

এদিকে কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল এক প্রেস কনফারেন্সে বলেন, "পহেলগাম উচ্চ নিরাপত্তা বিশিষ্ট এলাকা। এখানে তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এমন ভয়াবহ হামলা কীভাবে সম্ভব হলো—তা খতিয়ে দেখা জরুরি।" তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতির বিষয়েও প্রশ্ন তোলার দাবি জানান।

তবে রাষ্ট্রপতি আদৌ যুদ্ধের অনুমতি দিয়েছেন কি না—তা নিয়ে এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি। সরকারি মহলে এখনো সবকিছু চলছে কৌশলগতভাবে গোপন রাখার মধ্যে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে