ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

শিগগিরই দেশে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন হচ্ছে

২০২৫ এপ্রিল ২৫ ১৪:৫৯:১৪
শিগগিরই দেশে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন হচ্ছে

ডুয়া ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে স্থলভিত্তিক একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে টার্মিনালটি স্থাপন করে বিদেশ থেকে এলএনজি আমদানি করার লক্ষ্যে কাজ করছে সরকার। অনেকে জানিয়েছেন, গ্যাসের অভাবে তারা কারখানা স্থাপন করতে পারছেন না। তাই আমরা দ্রুত সময়ের মধ্যে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করতে চাই।

প্রেস সচিব জানান, কাতার এনার্জির সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দোহা সফরের সময়। সফরকালে গ্যাস সরবরাহ ও অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়।

তিনি বলেন, এই সফর অত্যন্ত সফল এবং তা বাংলাদেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। এই সফরের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হবে এবং তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবেন বলে আশা প্রএকাশ করেন তিনি।

অর্থনৈতিক অগ্রগতি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘পূর্ববর্তী সরকারের আমলে বিদেশি ঋণের পরিমাণ ছিল ৩২০ কোটি ডলার। বর্তমানে তা কমিয়ে ৬০ কোটিতে আনা হয়েছে। অবশিষ্ট ঋণও শিগগির পরিশোধ করা হবে।’

তিনি আরও বলেন, ‘এটি একটি ইতিবাচক বার্তা যে আমরা এখন ব্যবসা-বান্ধব পরিবেশে রয়েছি এবং বিশ্ববাসী তা উপলব্ধি করছে।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে