ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

পুলিশ সপ্তাহ ২০২৫

স্বতন্ত্র সাইবার ইউনিটসহ পুলিশের ছয় দফা দাবি

২০২৫ এপ্রিল ২৫ ১২:৫৯:৪৫
স্বতন্ত্র সাইবার ইউনিটসহ পুলিশের ছয় দফা দাবি

ডুয়া ডেস্ক : পুলিশ সপ্তাহ ২০২৫ এক ভিন্ন আবহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজনের ধরন থেকে শুরু করে দাবি-দাওয়ার উপস্থাপন—সব ক্ষেত্রেই থাকছে নতুনত্ব। এবার বাদ পড়েছে বেশ কিছু প্রচলিত আনুষ্ঠানিকতা, যুক্ত হয়েছে নতুন উদ্যোগ। পুলিশের পক্ষ থেকে এবার স্পষ্টভাবে ছয়টি দাবি উত্থাপন করা হবে, যা পূর্বের তুলনায় আরও বাস্তবভিত্তিক ও বাস্তবায়নযোগ্য বলে মনে করছে সংশ্লিষ্টরা।

তিনদিনব্যাপী এ আয়োজন শুরু হবে আগামী ২৯ এপ্রিল, রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে। এটি হবে অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম পুলিশ সপ্তাহ।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুলিশ সপ্তাহের সূচনা করবেন। এরপর অনুষ্ঠিত হবে বিশেষ দরবার, যেখানে তিনি পুলিশ ও রাষ্ট্রপতি পদক প্রদান করবেন গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ।

চূড়ান্ত ছয় দফা দাবি:

১. স্বাধীন পুলিশ কমিশন গঠন, যার অধীনে থাকবে জনসাধারণের জন্য ‘কমপ্লেইন সেল’ এবং পুলিশ সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তির জন্য ‘অভিযোগ নিষ্পত্তি কমিটি’।

২. এক মাসের মূল বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ ভাতা প্রদান।

৩. স্বতন্ত্র সাইবার ইউনিট গঠন।

৪. পুলিশের বিভাগীয় হাসপাতালসমূহে জনবল বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জামের সংযোজন এবং একটি পুলিশ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা।

৫. একই পদে দীর্ঘদিন কর্মরত থেকে অবসরে যাওয়া সদস্যদের জন্য ‘সুপারনিউমারারি পদোন্নতি’।

৬. মৃতদেহ দাফন বা সৎকারে সহযোগিতার জন্য নির্দিষ্ট আর্থিক বরাদ্দ নির্ধারণ।

পূর্বের বছরগুলোতে পুলিশ সদস্যরা একাধিক দাবি তুললেও বাস্তবায়নের অভাবে অনেকটাই হতাশ হয়ে পড়েছিলেন। এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শুধুমাত্র ছয়টি গুরুত্বপূর্ণ ও যৌক্তিক দাবি উপস্থাপন করা হচ্ছে, যাতে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, শুরুতে অন্তর্বর্তী সরকারের কাছে মোট ১২টি দাবি উত্থাপন করা হয়। পরবর্তীতে একাধিক বৈঠকের মাধ্যমে তা সংক্ষিপ্ত করে ছয় দফায় চূড়ান্ত করা হয়।

পুলিশ সদর দপ্তরের আশা, সরকারের ইতিবাচক মনোভাবের মাধ্যমে দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হবে। ফলে এবারের পুলিশ সপ্তাহ শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং পুলিশ সদস্যদের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তব রূপ পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হতে যাচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে