ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

নতুন সিলেবাসে হবে বিসিএস পরীক্ষা

২০২৫ এপ্রিল ২৫ ১২:৩৯:৪৫
নতুন সিলেবাসে হবে বিসিএস পরীক্ষা

ডুয়া ডেস্ক: বিসিএস পরীক্ষাকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে ৪৯তম বিসিএস থেকেই নতুন সিলেবাস চালু করা হবে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।

তিনি জানান, “নতুন সিলেবাস এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে প্রার্থীরা শুধুমাত্র দেশের নয় বরং আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রতিযোগিতা করার উপযোগী হন। বিসিএস এখন আরও শিক্ষার্থীবান্ধব হবে।”

পিএসসির সদস্য মো. নাজমুল আমীন মজুমদার বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুরের চাকরির পরীক্ষার সিলেবাস পর্যালোচনা করে গবেষণার ভিত্তিতে নতুন সিলেবাস তৈরি করা হচ্ছে। এতে মুখস্থ নির্ভরতা কমিয়ে বিশ্লেষণধর্মী ও ব্যবহারিক জ্ঞানকে গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও যোগ করেন, “সিলেবাস এমনভাবে সাজানো হচ্ছে যাতে একজন প্রার্থী শুধু সিভিল সার্ভিস নয় বরং গ্লোবাল জব মার্কেটেও প্রতিযোগিতা করার মতো দক্ষতা অর্জন করতে পারেন।”

আরেক সদস্য মো. সুজায়েত উল্যা জানান, যুগোপযোগী সিলেবাস তৈরির কাজ দ্রুতগতিতে চলছে এবং এটি ৪৯তম বিসিএস থেকেই বাস্তবায়ন হবে।

সংবাদ সম্মেলনে পিএসসি আরও জানায়, বিসিএসের দীর্ঘসূত্রতা নিরসন, মৌখিক পরীক্ষার গতি বাড়ানো, প্রশ্নপত্র ফাঁস রোধ এবং চাকরিপ্রার্থীদের বিভিন্ন দাবি নিয়ে কমিশনের বর্তমান উদ্যোগগুলোও তুলে ধরা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

চাকরি এর সর্বশেষ খবর

চাকরি - এর সব খবর



রে