ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

কুয়েত প্রবাসীদের জন্য দুঃসংবাদ

২০২৫ এপ্রিল ২৫ ১২:১৮:১৪
কুয়েত প্রবাসীদের জন্য দুঃসংবাদ

ডুয়া ডেস্ক: কুয়েতে বসবাসরত বহু প্রবাসী এবার ঈদুল আজহায় প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে দেশে ফেরার পরিকল্পনা করেছিলেন। তবে এই আনন্দের প্রস্তুতিতে ছন্দপতন ঘটিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রতিষ্ঠানটি কুয়েত-ঢাকা-কুয়েত রুটে ফ্লাইট সংখ্যা কমিয়ে দেয়ায় চরম ভোগান্তিতে পড়তে চলেছেন প্রবাসীরা।

জানা গেছে, আগামী ২৬ এপ্রিল থেকে ১১ জুলাই পর্যন্ত এই রুটে সপ্তাহে মাত্র তিনটি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় এয়ারলাইনসটি।

এর ফলে টিকিট সংকট দেখা দিয়েছে এবং সিন্ডিকেটের হাতে পড়ে ন্যায্য দামে টিকিট পাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে উঠেছে। বর্তমানে কুয়েত-ঢাকা-কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইনস। যেখানে কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইনস প্রতি সপ্তাহে মোট ১৪টি ফ্লাইট পরিচালনা করছে, সেখানে বিমানের সংখ্যা মাত্র তিনটি।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির ঈদ সামনে রেখে ফ্লাইট সংকট কুয়েতপ্রবাসীদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। বিমানের ফ্লাইট কমে যাওয়ায় অনেকেই বাধ্য হয়ে অন্য এয়ারলাইনসের বেশি দামে টিকিট কিনছেন। এর ফলে তাদের আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপও বাড়ছে।

ট্রাভেল এজেন্টদের মতে, মে ও জুন মাসে ঈদ ঘিরে প্রবাসীদের দেশে ফেরার প্রবণতা বেশি থাকে। অথচ এই সময়েই বিমানের ফ্লাইট সংখ্যা কমিয়ে দেয়া হয়েছে, যা প্রবাসীদের জন্য বড় ধাক্কা।

প্রবাসীরা আশা করছেন, কর্তৃপক্ষ শিগগিরই বিষয়টি পুনর্বিবেচনা করে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করবে, যাতে তারা নির্বিঘ্নে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে