ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বীচ হ্যাচারি 

২০২৫ এপ্রিল ২৫ ১১:১৩:২৫
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বীচ হ্যাচারি 

ডুয়া নিউজ: সদ্য বিদায়ী সপ্তাহে (২০-২৫ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেন শীর্ষ তালিকার প্রথমে স্থান নিয়েছে বীচ হ্যাচারি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৫ লাখ টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৩৭ শতাংশ।

তলিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯৮ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিএসসি। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৮২ শতাংশ।

এছাড়া, সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষ তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে শাহাজীবাজার পাওয়ারের ৮ কোটি ৯৪ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের ৮ কোটি ৭৬ লাখ টাকা, ফাইন ফুডের ৮ কোটি ৬৩ লাখ টাকা, এসিআই লিমিটেডের ৭ কোটি ৮৮ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ৬ কোটি ৮ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ৭৯ লাখ টাকা এবং লাভেলো আইসক্রীমের ৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে