ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

টাইমস হায়ার এডুকেশন তালিকায় বাংলাদেশের ২৪ বিশ্ববিদ্যালয়

২০২৫ এপ্রিল ২৪ ২০:৪৭:১৬
টাইমস হায়ার এডুকেশন তালিকায় বাংলাদেশের ২৪ বিশ্ববিদ্যালয়

ডুয়া ডেস্ক: প্রতি বছরের মতো এবারও এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)’। এতে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি মিলিয়ে ২৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) টিএইচই তাদের ওয়েবসাইটে এই র‍্যাঙ্কিং প্রকাশ করে। এ তালিকায় এশিয়ার ৩৫টি অঞ্চলের মোট ৮৫৩টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে।

তালিকা পর্যালোচনায় দেখা গেছে, এশিয়ার শীর্ষ ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান জায়গা পায়নি। তবে ৩০১-৩৫০ র‌্যাঙ্কিংয়ের মধ্যে স্থান করে নিয়ে বাংলাদেশের শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এর পরই দ্বিতীয় অবস্থানে রয়েছে বেসরকারি খাতের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

এ ছাড়া ৩৫১-৪০০ র‌্যাঙ্কিংয়ের মধ্যে জায়গা পেয়েছে দেশের তিনটি বিশ্ববিদ্যালয়—গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আর ৪০১-৫০০ র‌্যাঙ্কে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।

টাইমস হায়ার এডুকেশনের তালিকায় ৫০১-৬০০ অবস্থানে রয়েছে দেশের আরও কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এ তালিকায় জায়গা করে নিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এ ছাড়া তালিকায় স্থান পেয়েছে আরও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো—ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশন এশিয়া বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং নির্ধারণে তারা বেশ কিছু মানদণ্ড অনুসরণ করে। এর মধ্যে রয়েছে—শিক্ষার মান, গবেষণার পরিবেশ, গবেষণায় উৎকর্ষতা, শিল্পখাতে সহযোগিতা এবং আন্তর্জাতিকীকরণ সম্ভাবনার মতো গুরুত্বপূর্ণ সূচক। এসব সূচকের ভিত্তিতেই প্রতিবছর র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। এবারের প্রকাশিত তালিকাটি এশিয়া বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ের ১৩তম সংস্করণ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে