ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

২০২৫ এপ্রিল ২৪ ২০:৩২:৫৪
উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

ডুয়া ডেস্ক: ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে ঢাকা সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আগামী ২৭-২৮ এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছেন না। পারস্পরিক আলোচনার মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে।

এর আগে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে তাঁর নির্ধারিত ঢাকা সফর স্থগিতের অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দার।

চলতি মাসের শেষ দিকে তাঁর ঢাকা সফরের কথা ছিল, যেখানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের পরিকল্পনাও ছিল।

আওয়ামী লীগ সরকারের সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কিছুটা শীতল ছিল। তবে গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক নতুন গতি পায়। প্রায় দেড় দশক পর চলতি বছরের ১৭ এপ্রিল ঢাকা সফর করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। তাঁর এই সফরেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসাক দারের ঢাকা সফরের দিনক্ষণ নির্ধারিত হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে