ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে স্বীকৃতি দিলো বাংলাদেশ

২০২৪ ডিসেম্বর ২৫ ১২:৫৭:১৪
দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে স্বীকৃতি দিলো বাংলাদেশ

ডুয়া নিউজ: গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর বিভিন্ন উন্নয়নমূলক কাজে হাত দিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। এবার দক্ষিণ এশিয়ার ইতিহাসে প্রথম দেশ হিসেবে নাগরিকদের সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আইসিটি নীতি উপদেষ্টা ফাইজ তাইয়েব আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ কথা জানিয়েছেন।

পোস্টে তিনি বলেন, 'দক্ষিণ এশিয়ার ইতিহাসে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ নাগরিকদের সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে স্বীকৃতি দিয়েছে। কেননা, নাগরিকদের সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারও ২(ভ) সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ এর অন্তর্ভুক্ত।'

তিনি গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের ইন্টারনেট বন্ধের প্রেক্ষিতে অধ্যাদেশ পাশকে অভূতপূর্ব সিদ্ধান্ত বলেও মন্তব্য করেছেন। এজন্য উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ নজরুল, আইন মন্ত্রণালয় এবং আইসিটি ডিভিশনের সচিব ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের ১৭তম বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪’-এর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। খসড়ায় পূর্বের সাইবার নিরাপত্তা আইনে থাকা সব বিতর্কিত ধারা বাদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, 'এই অধ্যাদেশ জনসাধারণকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতাও নিশ্চিত করবে।এটি কোনোভাবেই গণমাধ্যমের স্বাধীনতাকে হস্তক্ষেপ করবে না।'

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

তথ্য প্রযুক্তি এর সর্বশেষ খবর

তথ্য প্রযুক্তি - এর সব খবর



রে