ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

উত্তেজনার মধ্যেই পাকিস্তানে আটক বিএসএফ

২০২৫ এপ্রিল ২৪ ১৯:৫১:৩৯
উত্তেজনার মধ্যেই পাকিস্তানে আটক বিএসএফ

ডুয়া ডেস্ক: কাশ্মিরে হামলার ঘটনায় যখন চরম উত্তেজনাকর পরিস্থিতে ভারত-পাকিস্তানের মধ্যে, এমন সময় পাকিস্তানের আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হলেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া দাবি করেছে, অসাবধানতাবশত বিএসএফের এক কনস্টেবল পাঞ্জাব দিয়ে আন্তর্জাতিক সীমান্তে প্রবেশ করেন। এরপর তাকে আটক কের পাকিস্তান রেঞ্জার্স।

বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার ১৮২নং ব্যাটালিয়নের কনস্টেবল পিকে সিং সামরিক পোশাক পরিহিত অবস্থায় ভুলবশত ফিরোজপুরের কাছ দিয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করেন। ওই সময় তার হাতে রাইফেলও ছিল। তিনি স্থানীয় কৃষকদের সহায়তা করছিলেন। তখন পথভ্রষ্ট হয়ে পাকিস্তানের ভেতর ঢুকে পড়েন।

আলোচনার মাধ্যমে তাকে নিরাপদে ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যেই ঘটে এমন ঘটনা।

গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে =হামলা হয়। এতে ২৬ জন নিহত হন। এ হত্যাকাণ্ডে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত আছে এমন অভিযোগ তুলে ভারত প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি ব্যবস্থা নেয়। এর জবাবে পাকিস্তানও আজ বৃহস্পতিবার পাল্টা ব্যবস্থা নিয়েছে। আর এসব চলার মধ্যেই পাকিস্তানের ভেতর বিএসএফ জওয়ান আটক হওয়ার খবর পাওয়া গেলো।

গতকাল ভারত জানায়, তারা পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তানিদের জন্য থাকা বিশেষ ভিসা সুবিধা তুলে নিচ্ছে এবং পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করছে। পাশাপাশি দুই দেশের মধ্যে থাকা প্রধান সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণাও দেয় নয়াদিল্লি।

এরপর বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, পাকিস্তানের নাগরিকদের আর কোনো ভিসা দেওয়া হবে না।

জবাবে পাকিস্তান পাল্টা ব্যবস্থা নেয়। ইসলামাবাদ জানায়, তারা ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল করবে এবং ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ করা হবে। সেই সঙ্গে সবচেয়ে কড়া সিদ্ধান্ত হিসেবে ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে