ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

কাশ্মির ট্র্যাজেডিতে মর্মাহত অরিজিত, নিলেন বড় সিদ্ধান্ত

২০২৫ এপ্রিল ২৪ ১৯:২২:২২
কাশ্মির ট্র্যাজেডিতে মর্মাহত অরিজিত, নিলেন বড় সিদ্ধান্ত

ডুয়া ডেস্ক : কাশ্মিরের প্যাহেলগাঁওয়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় উত্তাল পুরো ভারত। সাধারণ নাগরিক থেকে শুরু করে বলিউডের তারকা ও সংগীতশিল্পীরা এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা ও শোক প্রকাশ করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় গায়ক অরিজিত সিং।

বরাবরের মতোই অরিজিতের প্রতিবাদের ভাষা ভিন্ন। কথা বলেই প্রতিবাদ করতে হবে, এমন মনে করেন না অরিজিৎ সিং। কলকাতার আরজি কর কাণ্ডের সময়ে গান বেঁধেছিলেন তিনি। ভক্তরা তার গানেই খুঁজে পেয়েছিলেন প্রতিবাদের ভাষা। এবার কাশ্মির হামলা নিয়ে নিজের প্রতিবাদ জানালেন শিল্পী।

তার এমন উদ্যোগ ভক্তদের মধ্যে যেমন প্রশংসা কুড়াচ্ছে, তেমনি এই ঘটনা নিয়ে নতুনভাবে আলোচনার জন্ম দিচ্ছে সমাজজুড়ে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ২৭ এপ্রিল চেন্নাই শহরে একটি শো-ছিল অরিজিতের; আর সেই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ। প্যাহেলগাঁও কাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই অনুষ্ঠান না করার সিদ্ধান্ত গায়কের।

অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠান বাতিলের ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে আয়োজকরা জানিয়েছে, কাশ্মিরে ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক ঘটনায় আয়োজক ও শিল্পী যৌথভাবে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৭ এপ্রিল অর্থাৎ রোববার চেন্নাইতে এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ‘যারা এই অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন, তাদের সকলকে পুরো টাকা ফেরত দেওয়া হবে।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর