ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ভারতের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ পাকিস্তানের

২০২৫ এপ্রিল ২৪ ১৮:৩১:৩৯
ভারতের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ পাকিস্তানের

ডুয়া ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হয়। এর দায় পরোক্ষভাবে পাকিস্তানের ওপর চাপিয়ে দিয়েছে দেশটি। এর জেরে চির বৈরী দেশ দুটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

ভয়াবহ এ হামলায় পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে গতকাল ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়। এর জেরে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাল্টা ব্যবস্থা নিয়েছে পাকিস্তান।

দেশটি ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল, ওয়াঘাহ সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। এগুলোর সঙ্গে নিজেদের আকাশে ভারতীয় মালিকানাধীন অথবা ভারত পরিচালিত সকল বিমান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। এর পাশাপাশি ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তারা জানিয়েছে, পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের পণ্যও ভারতে প্রবেশ অথবা বের হতে পারবে না।

এছাড়া সার্কভুক্ত দেশগুলোর আওতায় ভারতীয় নাগরিকদের জন্য থাকা বিশেষ ভিসা সুবিধা বাতিল করেছে পাকিস্তান। যাদের কাছে এই ভিসা রয়েছে, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে ইসলামাবাদ।

একইসঙ্গে পাকিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাসে থাকা সামরিক উপদেষ্টাদের 'অবাঞ্ছিত' ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দূতাবাসে কর্মরত ভারতীয় কর্মকর্তার সংখ্যা কমিয়ে ৩০ জনে আনার নির্দেশ দেওয়া হয়েছে, যা কার্যকর হবে আগামী ৩০ এপ্রিল থেকে।

আজ (বৃহস্পতিবার) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিশনের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপ, বিশেষ করে সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের নিন্দা জানানো হয়। পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে জানায়, যদি ভারত পানিপ্রবাহে বাধা সৃষ্টি করে, তাহলে সেটিকে যুদ্ধ ঘোষণার সমতুল্য বিবেচনা করা হবে এবং যথাযথ জবাব দেওয়া হবে।

এর আগে, গত মঙ্গলবার ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে একটি সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। ভারত দাবি করেছে, হামলায় পাকিস্তানের নাগরিকরা জড়িত। তবে পাকিস্তান এমন অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

সূত্র: আল জাজিরা

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে