ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

পাকিস্তানিদের জন্য ভারতীয় ভিসা স্থগিত

২০২৫ এপ্রিল ২৪ ১৭:৪৯:১২
পাকিস্তানিদের জন্য ভারতীয় ভিসা স্থগিত

ডুয়া ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর কড়া পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এ ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ তুলে ইসলামাবাদকে উদ্দেশ করে একের পর এক সিদ্ধান্ত ঘোষণা করেছে নয়াদিল্লি।

বুধবার (২৩ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক ঘোষণা দিয়ে জানায়, পাকিস্তানি নাগরিকদের জন্য বিশেষ ভিসা সুবিধা বাতিল করা হয়েছে। পাশাপাশি, সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত এবং ভারতে অবস্থিত পাকিস্তান দূতাবাসের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এছাড়া দুই দেশের গুরুত্বপূর্ণ সীমান্ত পথও সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

এর পরদিন, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারত আরও কঠোর অবস্থান নেয়। পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা স্থগিত করা হয়। শুধু তাই নয়, চলমান সব বৈধ ভিসাও বাতিল করার সিদ্ধান্ত জানানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২৭ এপ্রিল (রোববার) থেকে পাকিস্তানের নাগরিকদের জন্য দেওয়া সব ভারতীয় ভিসা বাতিল বলে গণ্য হবে। তবে মেডিকেল ভিসাগুলো ২৯ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত বৈধ থাকবে।

এছাড়া ভারতে অবস্থানরত সব পাকিস্তানি নাগরিককে এই নির্ধারিত সময়সীমার মধ্যে দেশ ত্যাগ করতে বলা হয়েছে। এনডিটিভির বরাতে জানা গেছে, যাদের কাছে বৈধ ভারতীয় ভিসা রয়েছে, তাদের ৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এভাবে পাকিস্তানের সঙ্গে সব রকম ভিসা লেনদেন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভারত, যা দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে