ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা দ্রুত সুরাহার আশ্বাস আমিরাতের রাষ্ট্রদূতের

২০২৪ ডিসেম্বর ২৫ ১২:২৪:০১
বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা দ্রুত সুরাহার আশ্বাস আমিরাতের রাষ্ট্রদূতের

ডুয়া ডেস্ক: মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সংযুক্ত আরব আমিরাতে সাধারণ শ্রমিক থেকে শুরু করে ভ্রমণ ভিসা এমনকি অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনেরও সুযোগ বন্ধ রয়েছে। এ সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি।

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সংক্রান্ত সমস্যা দ্রুত সুরাহার হবে বলে জানান তিনি। এছাড়া আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে ভিসা চালুর সম্ভাবনা রয়েছে বলেও জানান হামুদি।

গত সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দুবাইয়ের পাঁচ তারকা হোটেলে সাংবাদিক ও বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারিকে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, আমিরাতে কেবল বাংলাদেশিদের জন্য নয়, বরং বিভিন্ন দেশের ভিসা সাময়িক বন্ধ রয়েছে। এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া। এখানে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরাতের বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। সাংবাদিক মামুনুর রশীদ ও রাসেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের দূতালয় প্রধান আশফাক হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশটিতে অবস্থানরত বিভিন্ন কর্মকর্তা ও নেতাকর্মীরা।

বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেন, আমিরাত হচ্ছে শান্তিময় একটি দেশ। এই দেশে বাংলাদেশিসহ বিদেশিরা অত্যন্ত শান্তিতে বসবাস করছেন। দুই দেশের মধ্যে চমৎকার কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আমিরাত ও বাংলাদেশের সমৃদ্ধিতে যৌথভাবে ভূমিকা রাখছেন বাংলাদেশি প্রবাসীরা। এর ধারাবাহিকতা বজায় রাখতে আমিরাতের কর্তৃপক্ষকে ভিসা চালুর ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। শিগগিরই একটি ভালো সংবাদ পাওয়া যাবে বলে আমি আশাবাদী।

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে রাষ্ট্রদূত আনসারি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গঠিত অন্তবর্তী সরকারকে সহযোগিতা করতে হবে। ড. মুহাম্মদ ইউনূস পুরো পৃথিবীর কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি। এমন একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা গর্বিত।

ভারত প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সঙ্গে আমরা সমতার সম্পর্ক চাই। কোনো অবস্থায় দাদাগিরি মেনে নেওয়া হবে না।

এ সময় তিনি প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করে দেশকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখার অনুরোধ জানান।

অনুষ্ঠানে আমিরাতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দসহ এতে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র সম্পাদক ও সদস্য এবং আমিরাতে অবস্থিত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে