ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভারতীয় রুপি সর্বকালের সর্বনিম্ন অবস্থানে

২০২৪ ডিসেম্বর ০৫ ১৩:৫৪:০৮
ভারতীয় রুপি সর্বকালের সর্বনিম্ন অবস্থানে

ভারতের অর্থনীতি কঠিন সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছে। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত প্রবৃদ্ধির পূর্বাভাস ৬ শতাংশের উপরে থাকলেও প্রবৃদ্ধির হার নেমে এসেছে ৫.৪ শতাংশে। যা গত ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন।

অর্থনীতির এমন মন্দার প্রভাব পড়েছে রুপির দামেও। ফলে মঙ্গলবার ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে ৮৪.৭৫ রুপিতে পৌঁছেছে। আর এর ফলে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন স্তরে নেমে গেল।

অনেকে আশঙ্কা করছেন রুপির দরপতন আরও বেশি হতো। তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআইয়ের হস্তক্ষেপের কারণে তা কিছুটা থামানো গেছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মাধ্যমে ডলার বিক্রি করে বাজার থেকে রুপি তুলে নিয়েছে আরবিআই। ফলে অবচয় কিছুটা হলেও থেমে গেছে।

তবে রুপির ক্রমাগত দরপতনকে উদ্বেগের কারণ বলছেন ব্যবসায়ীরা। কয়েক মাস ধরে রুপির মান নিয়ন্ত্রণে বাজারে হস্তক্ষেপ করছে আরবিআই।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে