ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ছাড়া পেলেন চবির ৫ শিক্ষার্থী

২০২৫ এপ্রিল ২৪ ১৭:১৪:৪৮
ছাড়া পেলেন চবির ৫ শিক্ষার্থী

ডুয়া ডেস্ক: খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য নিপন ত্রিপুরা।

তবে তাদের কোথায় ও কখন মুক্তি দেওয়া হয়েছে, সে বিষয়ে এখনও কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। অপহরণের ৯ দিন পর অবশেষে মুক্তি পেলেন পাঁচ শিক্ষার্থী।

গত ১৬ এপ্রিল বিঝু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে অপহরণ করা হয় তাদের। মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—রিশন চাকমা, দিব্যি চাকমা, মৈত্রীময় চাকমা, লংঙি ম্রো ও অলড্রিন ত্রিপুরা। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের নিরাপদে মুক্তি পাওয়ায় সবাইকে শুভেচ্ছা জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদের নেতারা।

অপহরণের ঘটনায় ইউপিডিএফকে দায়ী করে আসছে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউপিডিএফ।

এর আগে গত সোমবার অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে ইউপিডিএফের সন্দেহভাজন আস্তানায় যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে চাঁদা আদায়ের রশিদ, ল্যাপটপ, মোবাইল, সামরিক পোশাকসহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে